ম্যাজিষ্ট্রেটের গাড়ির হুইসেলে দোকান বন্ধ, চলে গেলে খোলা

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২১

নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী সার্বিক কার্যাবলি/চলাচলে বিধিনিষেধের মধ্যে জয়পুরহাটে ম্যাজিষ্ট্রেটের গাড়ির হুইসেল শোনামাত্র দোকানের ঝাঁপ বন্ধ করে ভেতরে অবস্থান করেন ব্যবসায়ীরা। গাড়ি চলে যাওয়ার পরই দোকান খোলা হচ্ছে। শুধুমাত্র মেইন রোডের পাশের দোকানগুলো মূলত বন্ধ দেখা যাচ্ছে।

করোনা প্রাদূর্ভাব বৃদ্ধি পাওয়ায় সরকার ০১ জুলাই থেকে সাত দিনের বিধিনিষেধ ঘোষণা করে। এটি বাস্তবায়নে কাজ করছে স্থানীয় প্রশাসন।

করোনার সংক্রমণ রোধে সরকারের বিধিনিষেধ তুলে ধরে জেলা শহরের বিভিন্ন মহল্লায় ঘুরে ঘুরে মাইক হাতে সাধারণ মানুষকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত হোসেন।

এছাড়াও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রতীক কুন্ডুর নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে টহল পরিচালনা করছেন।

এ সময় সরকারি বিধিনিষেধ লঙঘন করে খোলা রাখায় ১০ দোকান মালিককে ১১ হাজার ৪শ টাকা জরিমানা করা হয়। শহরের ভেতরে বিধিনিষেধ পালনে কিছুটা কঠোরতা থাকলেও ব্যাটারি চালিত ইজিবাইকগুলো শহরের বাইরে দিয়ে চলাচল করতে দেখা গেছে।

জেলা পুলিশের সদস্যরা শহরের মোড়ে মোড়ে চেক পোষ্ট বসিয়ে লকডাউন পালনে সহায়তা করছেন।

অপরদিকে, জয়পুরহাট জেলায় শনিবার সকাল ১০টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ২০৬ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো তিন হাজার ৪৯০ জনের দেহে।

তাদের মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৮৮ জন বলে জানান সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী।