বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২১

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগতিতে বিয়ের প্রলোভনে এক তরুণীকে (১৯) ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার চর আলগী ইউনিয়নের চর নেয়ামত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শাওন ওরফে হাবিবুর রহমান (১৯) পেশায় বিদ্যুতের মিস্ত্রী। সে উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের চর কলাকোপা এলাকার বাসিন্দা।

গত ২০ জুন রাতে উপজেলার চর আলগী ইউনিয়নের চর নেয়ামত এলাকায় আহসান উল্যাহর বাড়ির পরিত্যক্ত কক্ষে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শাওন ওরফে হাবিবুর রহমান বসতঘরের ফ্যান লাগাতে গিয়ে ওই তরুণীর সঙ্গে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। বিয়ের প্রলোভনে ওই তরুণীকে ধর্ষণ করে শাওন।

রামগতি থানার (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ভুক্তভোগীকে ডাক্তারী পরীক্ষার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণের মামলায় অভিযুক্ত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।