ভেঙে পড়েছে কুয়াকাটায় নির্মাণাধীন সেতু

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, জুন ২৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার ৮নং ওয়ার্ডের দোভাষীপাড়া খালের উপর নির্মাণাধীন সেতুটি রোববার সকাল ৯টার দিকে ভেঙে পড়েছে।

কুয়াকাটা পৌরসভার প্রকৌশলী মিজানুজ্জামান জানান, ২৮দিন আগে ব্রিজের স্লাবটি ঢালাই দেয়া হয়। আজ রবিবার সকালে ঠিকাদারের লোকজন সেন্টারিং খোলার কিছু সময় পরই ব্রিজটি ভেঙে পড়ে। ২০১৯-২০২০ অর্থ বছরে ২০ মিটার দীর্ঘ ব্রিজটির টেন্ডার দেয়া হয়। দুই কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ঠিকদারি প্রতিষ্ঠান দ্বীপ এন্টার প্রাইজ ব্রিজটি নির্মাণ করছিল। ২০২১ সালের জুন মাসে ব্রিজটির কাজ শেষ হওয়ার কথা ছিল।

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সমগ্রী দিয়ে কাজ করায় এ ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে তারা জানায়।

স্থানীয় বাসিন্দা মো. আলাউদ্দিন জানান, সেতুর মধ্যভাগে কোনও পিলার নেই। তাই ভেঙে পড়েছে বলে আমাদের ধারণা। নির্মাণ শেষ হওয়ার আগেই সেতু ভেঙে পড়ায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্তিতি বিরাজ করছে। জনমনে প্রশ্ন উঠেছে নির্মাণ কাজ নিয়ে।

স্থানীয় ওমর আল সাদ্দাম মাল জানান, সেতুটির নির্মাণ কাজের শুরু থেকেই ঠিকাদার নিম্নমানের রড, মরা পাথর ও নিম্নমানের সিমেন্ট, বালু, ব্যবহার করেছে বলে সেতুটি ধসে পড়েছে। সরকারের উচিত এদের বিচারের আওতায় নিয়ে আসা। সরকারের কোটি কোটি টাকা খরচ করে উন্নয়ন প্রকল্পে এমন অনিয়ম মেনে নেওয়া যায় না। এ ছাড়া সংশ্লিষ্ট দপ্তরের কাজের তদারকি ও নজরদারিতে উদাসীনতার কারনে এমনটা ঘটেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানান তারা।

কাগজ কলমে ঠিকাদারি প্রতিষ্ঠান দ্বীপ এন্টারপ্রাইজের নাম থাকলও মামুন নামে এক ঠিকাদার খান ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে কাজটি বিক্রি করে দেয় দ্বীপ এন্টার প্রাইজ। খান ট্রেডার্সের পরিচালক আল মামুন সাথে তার মুঠোফোনে একাধিক বার ফোন করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হোসেন হাওলাদার জানান, নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করার ফলে সেতুটি নির্মাণধীন অবস্থায় ভেঙে পড়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৌর সভার পক্ষে থেকে মামলা করা হবে।