কুয়াকাটায় অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২০

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে এগারোটার দিকে ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকত থেকে এ লাশ উদ্ধার করে মহিপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রাত এগারোটার দিকে লাশটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারনা করা হচ্ছে লাশটি বেশ কিছুদিন সমুদ্রে ভাসার পর কুয়াকাটা সৈকতে এসে আটকে যায়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, কুয়াকাটা সৈকত থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এখনো লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।