ডোবার পানিতে পড়ে মামা-ভাগ্নির মৃত্যু

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, জুন ২৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজার জেলার কমলগঞ্জে ডোবার পানিতে পড়ে মামা শুভ আহমেদ (৮) ও ভাগনি মীম আক্তারের (৬) মৃত্যু হয়েছে।রোববার দুপুর দেড়টায় উপজেলার আদমপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা হচ্ছে- আদমপুর ইউনিয়নের ভানুবিল গ্রামের জব্বার মিয়ার মেয়ে মীম আক্তার ও শ্যালক শুভ আহমেদ। মেয়ের মৃত্যুর সংবাদ শুনে মীমের বাবা জব্বার মিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা মামুন আহমেদ জানান, কান্দিগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুকুরের মাছ ধরতে সেচ পাম্প লাগিয়ে পানি নিষ্কাশন করছিলেন এক ব্যক্তি। সেচের পানি একটি ডোবায় জমা হয়। পরিবারের সবার অগোচরে মামা ও ভাগনী মাছ ধরা দেখতে গিয়ে ডোবার পানিতে পড়ে যায়। স্থানীয়রা ডোবা থেকে প্রথমে শিশু মীমকে উদ্ধার করে আদমপুরস্থ ক্লিনিকে নিলে মীমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে মামা শুভকেও খোঁজাখুজি করে না পাওয়ায় পরে ডোবার পানিতে ভেসে উঠতে দেখেন তার আত্মীয়রা। পরে শুভকে উদ্ধার করে ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভকেও মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।