খুলনা বিভাগে আরও ২৩ প্রাণহানী

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, জুন ২৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট ৯৩৯ জন মারা গেছেন।

শুক্রবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনায় পাঁচ জন, কুষ্টিয়ায় সর্বোচ্চ সাত জন, বাগেরহাটে একজন, যশোরে পাঁচ জন, ঝিনাইদহে দু’জন, চুয়াডাঙ্গায় একজন, সাতক্ষীরায় একজন ও মেহেরপুরে একজন মারা গেছেন।

বিভাগের ১০টি জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ১১৭ জন।

এর আগে ২০২০ সালের ১৯ মার্চ চুয়াডাঙ্গায় বিভাগে প্রথম রোগী শনাক্ত হন।