টাঙ্গাইলে করোনায় আ’লীগ নেতার মৃত্যু

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, জুন ২৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক এম এ রকিব শামীম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না…রাজিউন)।
শুক্রবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান এ তথ্য জানান।

জ্বর, কাশি, শরীর ব্যথা অনুভব হলে গত ১৮ জুন তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। গত ২০ জুন রিপোর্ট পজিটিভ আসে। ২২ জুন তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান। দীর্ঘদিন ধরে তিনি কিডনি সমস্যায় ভুগছিলেন। বিকেলে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রাইফেল ক্লাবের সভাপতি ড. মো. আতাউল গনি গভীর শোক প্রকাশ করে পরিবরের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

এদিকে, টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় ৫৪১ জনের নমুনা পরীক্ষা করে ১২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ছয় হাজার ৮৪৫ জন ও মোট মৃত্যু হয়েছে ১০৬ জনের।