রামেকে আরও ১৩ জনের প্রাণহানী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২১ নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।রোববার হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য জানান। শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টার মধ্যে মৃত ১৩ জনের মধ্যে ৬ জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকি সাত জন উপসর্গ নিয়ে মারা যান। ডা. সাইফুল ফেরদৌস বলেন, করোনায় মৃত পাঁচ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে ও একজনের বাড়ি নওগাঁয়। আর উপসর্গ নিয়ে রাজশাহী ও নওগাঁর দু’জন করে এবং চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও কুষ্টিয়ার একজন করে মারা গেছেন। তিনি বলেন, গত ২৪ মে থেকে ১৩ জুন পর্যন্ত ২১ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিট ও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) মারা গেলেন ১৭৪ জন। আর এ মাসে অর্থাৎ ০১ জুন থেকে ১৩ জুন সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১২৫ জন। এর মধ্যে ৭০ জনই মারা গেছেন করোনা শনাক্ত হওয়ার পর। বাকিরা উপসর্গ নিয়ে। তিনি আরও বলেন, রামেক হাসপাতালের করোনা ইউনিটে রোববার সকালে রোগী ভর্তি রয়েছেন ২৯৪ জন। এর মধ্যে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৪১ জন। আর করোনা সন্দেহে চিকিৎসা চলছে ১১৭ জনের। আইসিইউতে চিকিৎসাধীন ১৮ জন। ডা. সাইফুল ফেরদৌস বলেন, গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪২ জন। এর মধ্যে রাজশাহীর ২৭, চাঁপাইনবাবগঞ্জের সাত জন, নাটোরের তিন জন ও নওগাঁর পাঁচ জন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ৩৫ রোগী। Share this:FacebookX Related posts: নওগাঁয় আরও ১৩ জনের করোনা শনাক্ত আত্রাইয়ে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজে হয় মাদক ছাড়তে হবে, নাহলে ঈশ্বরদীর মাটি ছাড়তে হবে-ফিরোজ কবীর বিদেশি রিভলবার ও গুলিসহ যুবক গ্রেফতার বড়াইগ্রামে অসহায়দের মাঝে নগদ অর্থ ও সেনিটাইজার বিতরণ নওগাঁ পৌরসভা এলাকার কর্মহীন ৫ হাজার লোকের মধ্যে টাকা বিতরণ নওগাঁয় আরও ৮৮ জন করোনায় আক্রান্ত রাজশাহীতেও গণপিটুনি খেয়েছিলেন এএসপি সুমিত বাড়ি থেকে পালানো কিশোরী ৯৯৯ এ ফোন কলে উদ্ধার নওগাঁ-৬ উপ-নির্বাচনে পাঁচজনের মনোনয়ন জমা ইউনিয়ন পরিষদ থেকে সংসদের পথে আনোয়ার হোসেন হেলাল আত্রাইয়ে গণতন্ত্রের বিজয় দিবস পালন SHARES Matched Content দেশের খবর বিষয়: আরও ১৩ জনেরপ্রাণহানীরামেকে