নওগাঁয় আরও ১৩ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, জুন ৭, ২০২০

নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৯ জনে। শনিবার (৬ জুন) রাতে জেলা সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ২১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩ জনের ফল পজিটিভ এসেছে। তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে নওগাঁ সদর উপজেলার ৬ জন, রাণীনগরের ৫ জন, আত্রাইয়ের ১ জন এবং মান্দা উপজেলার ১ জন বাসিন্দা রয়েছেন। তিনি আরও জানান, এ পর্যন্ত ১৫৯ জন করোনা আক্রান্তের মধ্যে ৯১ জন সুস্থ হয়ে গেছেন। আর মারা গেছেন দু’জন ব্যক্তি।