পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, মে ২৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে একটি বিদেশি পিস্তল ও শুটার গানসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর একটি দল। গত বুধবার রাত নয়টার দিকে মহানগরীর শাহমখদুম থানাধীন বিআরটিএ অফিস এলাকা থেকে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব।

ওই অস্ত্র ব্যবসায়ীর নাম, রুবেল সরকার (২৩)। তিনি ওই এলাকার বাবুল সরকারের ছেলে। র‌্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ মে রাত ৯টার দিকে মহানগরীর শাহমখদুম থানাধীন বিআরটিএ অফিস এলাকায় অপারেশন পরিচালনা করে রুবেল সরকার (২৩) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-৫। গ্রেফতারকৃত রুবেলের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিন এবং দুইটি এ্যামোনেশন উদ্ধার করা হয়েছে।

পরে রুবেল সরকারের নামে মামলা দিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞাপ্তিতে জানানা হয়।