নারীসহ গরু চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, মে ২৭, ২০২১ নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কালীগঞ্জে গরু চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এদের মধ্যে একজন নারী সদস্যও রয়েছে। এ সময় পুলিশ একটি গরু উদ্ধার এবং গরু চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও একটি সিএনজি চালিত অটোরিকসা জব্দ করেছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে আটককৃতদের গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক। গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার দেবিদ্বার উপজেলার বদ্দাতবানী গ্রামের মৃত মনু মিয়ার ছেলে মো. মো. মোবারক (৪৮), মুন্সিগঞ্জের দেবুপুর গ্রামের মৃত ইছাকের স্ত্রী পারভীন ওরফে জাহানারা (৪৮), গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের শিংলাব গ্রামের ছমির উদ্দিনের ছেলে মো. সালাউদ্দিন শেখ (২১), বড়গাঁও গ্রামের মোজ্জাম্মেলের ছেলে শাহ আলম (১৯)। ওসি একেএম মিজানুল হক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বুধবার (২৬ মে) দিবাগত রাতে কালীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা হয়েছে। পৃথক গরু চুরির দুটি ঘটনায় একটি ষাড় গরু, একটি পিকআপ ভ্যান ও একটি সিএনজি চালিত অটোরিকসা জব্দ করা হয়েছে। দুপুরে গ্রেপ্তারকৃত তিন জনকে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হলে এই চক্রের নারী সদস্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পৃথক দুটি ঘটনায় কয়েকজন আসামি পলাতক রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। ভূক্তভোগী উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল (৮২) জানান, গত ১১ মে দিবাগত রাতে তার বাড়ির গোয়ালঘর থেকে ৫ মাসের লাল রংয়ের একটি গর্ভবতী গাভী চুরি হয়। বুধবার (২৬ মে) সকালে স্থানীয় শাহ আলম ও সালাউদ্দিনের মধ্যে গরু চুরির টাকা ভাগাভাগি নিয়ে মারামারি হয়। এ সময় এলাকাবাসী বিষয়টি জানতে পেরে তাদের আটক করে পুলিশে খবর দেয়। এ সময় তাদের সাথে থাকা আরো ২ জন পালিয়ে যায়। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ সময় গরু চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করে পুলিশ। এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে থানায় একটি মামলা (নং ১৮) করেছেন বলেও জানান ওই ভূক্তভোগী। একই এলাকার বরাইদ গ্রামের বাসিন্দা আরেক ভূক্তভোগী তাপস সূত্রধর (২৪) জানান, বুধবার (২৬ মে) সকালে বাড়ীর পাশ্বের ৬টি গরু মাঠে ঘাস খাওয়ার জন্য বেধে রাখেন। এ সময় কালো রংয়ের একটি ষাড় চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা মোবারক ও পারভীন ওরফে জাহানারাকে আটক করে পুলিশে দেয়। এ সময় তাদের সাথে থাকা আরো ৫ জন পালিয়ে যায়। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে একটি ষাড় উদ্ধারসহ একটি সিএনজি চালিত অটোরিকসা জব্দ করে পুলিশ। এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে থানায় একটি মামলা (নং ১৭) করেছেন বলেও জানান ওই ভূক্তভোগী। Share this:FacebookX Related posts: যাত্রাবাড়ীতে নারীসহ ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার ডামুড্যায় কৃষি জমিতে পুকুর খনন, ইউএনও’র অভিযান পাকুন্দিয়ায় ইয়াবা ট্যাবলেট’সহ মাদক ব্যবসায়ী আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি স্বর্ণের বারসহ আটক-১ বাঁশ ঝাড়ে পরে থাকা লাশটি ‘পাঠাও’ চালকের আন্ডারওয়াল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী শাকিল গ্রেফতার জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা গ্রেফতার ফেন্সিডিলসহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার আশুলিয়ায় ফের গণধর্ষণ, আটক ৫ মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার চেষ্টার অভিযোগে অধ্যক্ষ আটক ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪ SHARES Matched Content অপরাধ বিষয়: ৪ সদস্য গ্রেপ্তারগরু চোর চক্রেরনারীসহ