চাপাইনবাবগঞ্জে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, মে ২৫, ২০২১ ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকে : চাঁপাইনবাবগঞ্জে মহামারি করোনা ভাইরাস দিন দিন ভয়াবহ রূপ নেয়ায় সোমবার (২৪ মে) রাত ১২টা থেকে শুরু করে সোমবার (৩১ মে) মধ্যরাত পর্যন্ত এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ এই ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, সাম্প্রতিক সময়ে জেলায় করোনা সংক্রমণের উর্দ্ধমুখি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে আটকে পরা বাংলাদেশীরা প্রবেশ করছেন। তাদের মাধ্যমে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। এমন চরম পরিস্থিতিতে মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশক্রমে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৭ দিনের পূর্ণাঙ্গ লগডাউন ঘোষণা করা হলো। তিনি বলেন, লগডাউনের এই সাতদিন অপ্রয়োজনে কেউ ঘরের বাইরে যেতে পারবেন না। জেলায় মটরসাইকেলসহ সকল প্রকার যানবহন বন্ধ থাকবে। পার্শ্ববর্তী জেলা রাজশাহী ও নওগাঁ থেকে কোন যানবাহন চাঁপাইনবাবগঞ্জে প্রবেশ করবে না কিংবা চাঁপাইনবাবগঞ্জ থেকে কোন যানবাহন বের হতে পারবে না। গণপরিবহনও এই নির্দেশের আওতাধীন থাকবে।নতবে রোগী পরিবহণে ব্যবহৃতে পরিবহন, এ্যাম্বুলেন্স, জরুরী পণ্যবাহী ট্রাক ও জরুরী সেবাদানের জন্য যানবহন চলবে। কাঁচাবাজার, মুদিখানা, ফার্মেসী ছাড়া সব ধরনের দোকানপাট ও সাপ্তাহিক হাট বন্ধ থাকবে। খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁয় কেবল খাদ্য বিক্রয় ও সরবরাহ করা যাবে। তবে শিল্প কারখানা সমূহ স্বাস্থ্য বিধি অনুসরণ করে নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকলেও বন্ধ থাকবে শপিং মল । নির্দিষ্ট একটি স্থানে আমের আড়ৎ বা বাজার বসতে পারবে না।প্রয়োজনে ইউনিয়ন পর্যায়ে আড়তদারদের মাধ্যমে আম বিক্রি করতে হবে। তবে আম বাগান থেকে ট্রাকে করে কিংবা কুরিয়ারে আম পাঠানো যাবে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে জুমা সহ প্রতি ওয়াক্তে সর্বোচ্চ ২০জন মুসল্লি অংশগ্রহণ করতে পারবেন। গণমাধ্যম, আইনশৃঙ্খলা সহ জরুরী পরিষেবা এ লগডাউনের আওতার বাইরে থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। উল্লেখ্য, গত কয়েকদিনে চাঁপাইনবাবগঞ্জে করোনাক্রান্তের গড় হার ৬০ ভাগ থেকে ৭৮ ভাগের মধ্যে ওঠানামা করছে। দেশের অন্য জেলাগুলোর তুলনায় এই হার এখন সর্বোচ্চ। ঈদের দুদিন পর থেকেই সংক্রমণের হার এক লাফে বেড়ে গেছে। তুলনামূলক চাঁপাইনবাবগঞ্জে রোগী এত বেশি হওয়ার কারণে সোমবার থেকে এক সপ্তাহের লগডাউনের সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, সিভিল সার্জন ডাক্তার জাহিদ নজরুল চৌধুরি, নবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন, নবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার জাহাঙ্গীর আলমসহ প্রশাসনের কর্তা ব্যাক্তিরা উপস্থিত ছিলো। Share this:FacebookX Related posts: চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক (অতিঃ) সহ নতুন ২৬ জন করোনা সনাক্ত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধর্ষণের মামলায় যুবক গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক মাতৃদিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মাস্কের দাম বেশি নেয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে করোনা প্রতিরোধে কঠোর অবস্থানে সেনাবাহিনী চাঁপাইনবাবগঞ্জে ২২৬ বস্তা সরকারি চাল মজুদের দায়ে আটক-৭ চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের দূর্গাপূজার আগমনী বার্তা, করোনা’র কারনে বাড়তি সতর্কতা চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ১২০ পিস ইয়াবাসহ চাঁন ও কিরন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সূর্যোদয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার SHARES Matched Content দেশের খবর বিষয়: ঘোষণা করেছেনচাঁপাইনবাবগঞ্জেজেলা প্রশাসকসর্বাত্মক লকডাউন