চাঁপাইনবাবগঞ্জে পুলিশের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকে : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ৬ নং রানিহাটী ইউনিয়নের রামচন্দ্রপুরহাট সহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় আজ রবিবার (২১ মার্চ) সকাল ১২ টার সময় বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক এর উদ্যোগে সারাদেশে কোভিড-১৯ (করোনা) সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনগণকে সচেতন করার লক্ষ্যে একযোগে জেলা ও উপজেলা পর্যায়ে মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আজ তারই ধারাবাহিকতায় ০৬নং রাণীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণ ও সচেতনতা মূলক প্রচারণা চালান জেলা পুলিশ চাঁপাইনবাবগঞ্জ। মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বিতরণ করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন, সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু রহমান, ০৬নং রাণীহাটি ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মহসিন আলী, ০৬নং রাণীহাটি বিট পুলিশিং অফিসার এসআই ফয়সাল আহমেদ।

মাস্ক বিতরণ শেষে উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশ্যে করোনা সংক্রমণ হইতে সচেতন হওয়ার আহবান জানান এবং মাস্ক ব্যাবহার করতে সকলকে আহবান জানান।