পঞ্চগড়ে হোটেল শ্রমিকদের বিক্ষোভ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, মে ১১, ২০২০ অনলাইন ডেস্ক : হোটেল-রেস্টুরেন্ট চালু, নইলে পর্যাপ্ত খাদ্য সামগ্রীর দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছে হোটেল শ্রমিকরা। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে তারা। স্মারকলিপিতে বলা হয়েছে, ৪৬ দিন ধরে কর্মহীন অবস্থায় পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে অনাহারে দিনযাপন করছি। পঞ্চগড় পৌরসভা এক হাজার শ্রমিকের মধ্যে মাত্র একশ শ্রমিককে গত ০৭ এপ্রিল সামান্য কিছু ত্রাণ দিয়েছে। পর্যায়ক্রমে সকল শ্রমিককে ত্রাণ সহায়তার আশ্বাস দিলেও কাউকে ত্রাণ সহায়তা দেওয়া হয়নি। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৭৬০ কোটি টাকা শ্রমিকদের প্রণোদনা কর্মসূচি দ্রুত বাস্তবায়ন করা হোক। লকডাউন পর্যন্ত শ্রমিকদের খাবারের ব্যবস্থা করা হোক নতুবা হোটেল রেস্টুরেন্টগুলো খুলে দেওয়া হোক। ঈদ-উল-ফিতরের আগে বেতন-ভাতা, খাওয়া ও ঈদ বোনাস প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। জেলা হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল গণি জানান, জেলায় ৫টি সংগঠনের এক হাজার ৮শ হোটেল শ্রমিক রয়েছে। কয়েকটি হোটেল মালিক পক্ষ ও সরকারি ভাবে কিছু শ্রমিককে ত্রাণ সহায়তা দিলেও অধিকাংশই এসব ত্রাণ থেকে বঞ্চিত রয়েছে। বর্তমানে এসব শ্রমিক পরিবার, পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন স্মারকলিপি গ্রহণ করে বলেন, সকল কর্মহীন মানুষকে ত্রাণ সহায়তা দেওয়া অব্যাহত রয়েছে। তবে স্মারকলিপির প্রেক্ষিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। Share this:FacebookX Related posts: নবাবগঞ্জে বাঁধ মেরামতে প্রশংসায় ভাসছে ইউএনও পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত করায় বখাটের তিন মাসের জেল হিলি বন্দর দিয়ে ১৫ মার্চ থেকে ফের পেঁয়াজ আমদানি খাদ্য পরিবহণে অত্যাধুনিক আরও ৫০ লাগেজ ভ্যান আসছে: রেলমন্ত্রী ব্রহ্মপূত্র নদে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার করোনা জয়ী ট্রাফিক সার্জেন্ট মামুনকে ফুলের তোড়া দিয়ে বরণ বিষাক্ত স্পিরিট পানে মৃতব্যাক্তিদের বাড়িতে পুলিশ সুপার আনোয়ার হোসেন শিক্ষার্থীদের মাঝে সাইকেল-শিক্ষা বৃত্তি প্রদান নানা কর্মসূচিতে ঠাকুরগাঁওয়ে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ফুলবাড়ী সীমান্তে নিজ রাইফেলে গুলিবিদ্ধ বিএসএফ সদস্য হারাগাছায় ১০ জুয়াড়ি আটক ঠাকুরগাঁওয়ে ঘোড়দৌড় প্রতিযোগিতা SHARES Matched Content দেশের খবর বিষয়: