পঞ্চগড়ে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলায় ১ কেজি গাঁজা ও ৩০ পিচ ইয়াবাসহ কেশব চন্দ্র রায় (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোদা থানা পুলিশ।

১৪ জুন (রবিবার) গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফরহাদ, এসআই লিপন ও এএসআই মোখলেসুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে গভীর রাতে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা সহ কেশবকে আটক করে। আটককৃত কেশব ওই এলাকার প্রেমচরনের পুত্র।

বোদা থানার অফিসার ইনচার্জ আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান জানান, কেশব চন্দ্র রায় নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।