শিক্ষার্থীকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক জেল হাজতে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, মে ২১, ২০২১ নিজস্ব প্রতিবেদক : নাটোরের বড়াইগ্রামে শিক্ষার্থীকে (১১) বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে জেল হাজতে পাঠানো হয়েছে।শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুর রহিম (২৫) একই উপজেলার কাঠালবাড়িয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা জানান, তার ছেলে উপজেলার নগর ইউনিয়নের তালশো জামিয়া হুসাইনিয়া মদিনাতুল উলুম হাফেজিয়া ও ক্যাডেট মাদ্রাসায় হেফজ শাখায় পড়াশুনা করে। লকডাউনের কারণে মাদ্রাসা বন্ধ থাকায় তার ছেলে বাড়িতেই থাকতো। শিক্ষকরাও সবাই ছুটিতে আছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ আব্দুর রহিম তার বাড়িতে আসেন। এ সময় তিনি মাদ্রাসা থেকে কিছু কাগজপত্র নেয়ার কথা বলে ছেলেকে সঙ্গে নিয়ে যান। সেখানে তিনি ছেলেকে জোরপূর্বক বলাৎকার করেন। কিছুক্ষণ পর তার ছেলে কাঁদতে কাঁদতে বাড়ি এসে বিষয়টি জানায়। এ সময় তিনি কিছু লোকজনসহ মাদ্রাসায় গেলেও ওই শিক্ষক তার আগেই পালিয়ে যান। পরে স্বজনরা শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান দেন। বড়াইগ্রাম থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। অভিযুক্তকে আটক করে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। Share this:FacebookX Related posts: ভুয়া হোমিও চিকিৎসকসহ আটক দু’জন জেল হাজতে শ্রমিকলীগ নেতার উপর হামলা, মহিলা ভাইস চেয়ারম্যান জেল হাজতে আত্রাইয়ে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজে হয় মাদক ছাড়তে হবে, নাহলে ঈশ্বরদীর মাটি ছাড়তে হবে-ফিরোজ কবীর বিদেশি রিভলবার ও গুলিসহ যুবক গ্রেফতার বড়াইগ্রামে অসহায়দের মাঝে নগদ অর্থ ও সেনিটাইজার বিতরণ নওগাঁ পৌরসভা এলাকার কর্মহীন ৫ হাজার লোকের মধ্যে টাকা বিতরণ নওগাঁয় আরও ৮৮ জন করোনায় আক্রান্ত বাড়ি থেকে পালানো কিশোরী ৯৯৯ এ ফোন কলে উদ্ধার নওগাঁ-৬ উপ-নির্বাচনে পাঁচজনের মনোনয়ন জমা ইউনিয়ন পরিষদ থেকে সংসদের পথে আনোয়ার হোসেন হেলাল আত্রাইয়ে গণতন্ত্রের বিজয় দিবস পালন SHARES Matched Content দেশের খবর বিষয়: জেল হাজতেবলাৎকারমাদ্রাসা শিক্ষকশিক্ষার্থীকে