ভুয়া হোমিও চিকিৎসকসহ আটক দু’জন জেল হাজতে

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২১

নিজস্ব প্রতিবেদক : নওগাঁর রাণীনগরে মাদক রাখার অপরাধে ভুয়া হোমিও চিকিৎসকসহ আটক দু’জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর বাজারের চৌরাস্তা এলাকা ও পশ্চিম বালুভরা এলাকা থেকে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটককৃতরা হলেন, আত্রাই উপজেলার বাউল্লাপাড়া গ্রামের বাসিন্দা হোমিও চিকিৎসক রিপন (২৯) ও উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের রেজাউল ইসলাম রেজা (৩৫)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক হাফিজা খাতুন জানান, রাণীনগর উপজেলা সদর বাজারের চৌরাস্তা এলাকায় জাহানারা হোমিও হলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হোমিও হল থেকে ১০১ বোতল রেক্টিফাইড স্প্রিট উদ্ধারসহ হোমিও চিকিৎসক রিপন (২৯) কে আটক করা হয়। তবে আটক রিপন এ সময় চিকিৎসক হিসেবে কোন কাগজপত্র দেখাতে পারেনি।

তিনি আরও জানান, পৃথক অভিযান চালিয়ে হেরোইনসহ রেজাউল ইসলাম রেজাকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন আকন্দ বলেন, আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।