মোনাকোকে হারিয়ে চ্যাম্পিয়ন পিএসজি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, মে ২১, ২০২১ নিজস্ব প্রতিবেদক : মোনাকোকে হারিয়ে ফ্রেঞ্চ কাপে চ্যাম্পিয়ন হয়েছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। বুধবার রাতে ফাইনালে এএস মোনাকোকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় তারা। ম্যাচে গোল দুটি করেছেন মাউরো ইকার্দি ও কালিয়ান এমবাপে। ফাইনালে মোনাকোর বিপক্ষে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি পিএসজি। ম্যাচের ১৯ মিনিটে এমবাপের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করে দলকে এগিয়ে নেন ইকার্দি। প্রথমার্ধে এই একটি গোলই হয়। বিরতির পর ৮১ মিনিটে অপর গোলটি হয়। এ সময় অ্যাঙ্গেল ডি মারিয়ার বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করেন এমবাপে। অবশ্য এই গোলের আগে আরও একটি সুযোগ এসেছিল তার সামনে। কিন্তু ভাগ্য সঙ্গে ছিল না। তার নেওয়া বুদ্ধিদীপ্ত শট ক্রসবারে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে ফ্রেঞ্চ কাপের রেকর্ড ১৪তম শিরোপা ঘরে তোলে পিএসজি। শিরোপা অক্ষুন্ন রাখে। অন্যদিকে সবশেষ ১৯৯১ সালে শিরোপা জেতা মোনাকো আরও একবার ব্যর্থ হল। এর আগে ২০১০ সালে তারা ফাইনাল খেলেছিল। সেখানেও তাদের প্রতিপক্ষ ছিল এই পিএসজি। সেবারও তারা হেরে রানার্স-আপ হয়েছিল। এবারও তাই হলো। Share this:FacebookX Related posts: চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন আর্সেনাল হায়দরাবাদকে সহজেই হারিয়ে শীর্ষে মুম্বাই কোহলিদের হারিয়ে আশা টিকিয়ে রাখলো ধোনির চেন্নাই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলায় অংশ গ্রহণ করে দেশের সুনাম অর্জন করতে হবে-সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ভারতীয় ক্রিকেট দলকে আইসিসি’র জরিমানা বার্সাকে ২৪ ঘণ্টাও শীর্ষে থাকতে দিল না রিয়াল ২০২ দিন পর মাঠে নামা কোহলির প্রতিপক্ষ আজ কে? নভেম্বরেই টি-টোয়েন্টি দিয়ে ফিরছেন সাকিব যথারীতি সবার আগে অনুশীলনে মুশফিক নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল ঘোষণা মেসিকে পিএসজিতেই দেখছেন রিভালদো এবার টিকটক কাঁপাচ্ছেন নাসির-তামিমা SHARES Matched Content খেলাধুলা বিষয়: চ্যাম্পিয়নপিএসজিমোনাকোকেহারিয়ে