এই ঈদে বিনোদনস্পট যেন আত্রাই সেতু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, মে ১৭, ২০২১ নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই নদীর উপর নবনির্মিত “আত্রাই সেতু” বিনোদন প্রেমীদের নতুন স্পটে পরিণত হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত শুক্রবার বিকেলে ও গত শনিবার-রবিবার বিকেলে উৎসব মুখোর ছিল এ সেতু। আত্রাই বেইলি ব্রিজের পশ্চিম দিকে আত্রাই নদীর ওপর নির্মাণ করা হয়েছে দৃশ্যমান সেতু। উদ্বোধন করা না হলেও ঈদের কয়েক দিন আগেই জনদুর্ভোগ লাঘবে যানবাহন চলাচলের জন্য উন্মোক্ত করে দেয়া হয় এ সেতু। সেতুটি উন্মুক্ত করে দেয়ার পর থেকেই প্রতিদিন বিনোদন প্রেমীদের পদচারণা মুখোরিত হয়ে উঠে এ সেতু। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন ও পরদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল বিনোদন প্রেমীদের পদচারণায় মুখোরিত এ সেতু। তাদের মাঝে ছিলনা স্বাস্থ্য বিধির কোন হিসাব নিকাশ। করোনার কোন ভয় নাই, করোনাকে যেন জয় করেই তারা এ বিনোদন স্পটে ভীড় জমান। নতুন বিনোদন স্পট হিসেবে গড়ে উঠে এ সেতু। এক পর্যায় তরুণ তরুণীদের ভীড় এড়াতে সেতুতে মোতায়েন করা হয় পুলিশ। এদিকে এ সেতু ছাড়াও আত্রাই রাবারড্রাম ও পতিসর বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়িতেও ছিল বিনোদন প্রেমীদের উপচে পড়া ভীড়। আত্রাই সেতুতে ঘুরতে আসা সুজন জহুরুল বলেন, ঈদের ছুটিকে নিজেদের মত করে কাটাতে ঘুরতে বের হয়েছি। আত্রাই সেতুর উপরে প্রবাহিত ঠান্ডা বাতাস ও হালকা খাবার আমাদের দারুণ প্রিয়। তিনি আরো বলেন, কর্মজীবনে অন্য সময় ব্যস্ত থাকায় পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে এসে আমাদের অনেক ভালো লাগছে। Share this:FacebookX Related posts: নওগাঁর পর্যটন এলাকা শর্ত সাপেক্ষে খুলে দেওয়ার দাবী চাঁপাইনবাবগঞ্জে করোনার মাঝেও বিনোদন কেন্দ্র গুলোতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লালপুরে শ্বাসকষ্ট ও জ্বরে মৃত্যুতে তিনটি বাড়ি লকডাউন সাপাহারে খাদ্যমন্ত্রীর ৩ হাজার ত্রাণ সামগ্রী বিতরণ চাঁপাইনাবাবগঞ্জে সীমান্তের শূন্য রেখায় পাঁচ বিঘা এলাকাজুড়ে গাঁজা চাষ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল প্রায় ফাঁকা চাঁপাইনবাবগঞ্জে করোনা প্রতিরোধে কঠোর অবস্থানে সেনাবাহিনী সিরাজগঞ্জে যমুনার পানি ফের বাড়ছে নিম্নাঞ্চল প্লাবিত চিরনিদ্রায় শায়িত রাজশাহীর সিনিয়র সাংবাদিক মাসুম চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকসহ আটক-২ আত্রাইয়ে ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ লাল গেঞ্জি উড়িয়ে কয়েকশ যাত্রীর প্রাণ বাঁচাল কিশোর SHARES Matched Content দেশের খবর বিষয়: আত্রাই সেতুএই ঈদেবিনোদনস্পট যেন