শ্রমিকলীগ নেতার হাত-পায়ের রগ কর্তন

প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক : নওগাঁর আত্রাইয়ে উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক সরদার সোয়েবের দুই হাত ও পায়ের রগ কর্তন করেছে দুর্বৃত্তরা।রোববার আনুমানিক সকাল সাড়ে ১১টায় উপজেলা নিউমার্কেটের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি শান্ত রাখতে বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।

এদিকে ঠিকাদারি লেনদেনের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। খবর পেয়ে নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আত্রাই থানা সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সকাল আনুমানিক এগারোটায় উপজেলার নিউমার্কেটে ঠিকাদারি অফিস কক্ষে আসেন সোয়েব। হঠাৎ মির্জা রাব্বী দলবল নিয়ে সরদার সোয়েবের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। বাজারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জাকারিয়া হোসেন বলেন, চার হাত-পায়ের মধ্যে দুইহাত ও বাম পায়ের অবস্থা খুব খারাপ। প্রায় এক পাউন্ডের মত রক্ত ঝরেছে বলে মনে হচ্ছে।

আত্রাই থানা ওসি আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে উপজেলা সদরে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বাজারের সিসি টিভির ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। সরদার সোয়েব হাসপাতালে আহত অবস্থায় ঘটনার সাথে জড়িত মির্জা রাব্বিসহ যাদের নাম বলেছে তাদেরকে ধরতে চেষ্টা অব্যাহর রেখেছি।