ফরিদপুরে পৃথক অভিযানে ১০৯ পিস ইয়াবাসহ আটক ৪ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২১ ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালি থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১০৯ পিস ইয়াবাসহ চার মাদকব্যবসায়ীকে আটক করেছেন। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। আটককৃতদের রবিবার (১৬/০৫/২১) দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। থানাসুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে ঢাকা- খুলনা মহাসড়কের উপজেলার তোনদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মধুপুর গ্রামের শাজাহান খানের ছেলে সোহেল খান (২৮) ও আড়কান্দি হিন্দুপাড়া গ্রামের নিত্যানন্দ সাহার ছেলে অনিক সাহা সবুজ (২৪)কে ৫৭পিস ইয়াবাসহ পুলিশ আটক করে। পৃথক আরেকটি অভিযানে রাত সোয়া দুইটার সময় উপজেলার পশ্চিম গাড়াখোলা গ্রামের আবুল হোসেন শেখের ছেলে সুজন শেখ (২৫) ও জিন্নাত আলী শেখের ছেলে হৃদয় শেখ (২৪)কে আড়কান্দি হযরত শাহজালাল ফিলিং স্টেশনের সামনে হতে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। এ ঘটনায় মধুখালি থানার উপ-পুলিশ পরিদর্শক সাইফুদ্দিন ও মোঃ মনিরুল ইসলাম বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করেন। এ ব্যাপারে মধুখালি থানা অফিসার ইন চার্জ মো. সহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ১০৯ পিস ইয়াবাসহ চার জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রবিবার মামলা হয়েছে। আটককৃতদের দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। Share this:FacebookX Related posts: টাঙ্গাইলে তিন স্কুলছাত্রীর ইজ্জত লুট, আটক ৪ ফরিদপুরে লুট হওয়া মালামালসহ গ্রেপ্তার ১০ ডাকাত র্যাবের পৃথক অভিযানে ২১ জুয়াড়ি আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি স্বর্ণের বারসহ আটক-১ বাঁশ ঝাড়ে পরে থাকা লাশটি ‘পাঠাও’ চালকের জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা গ্রেফতার ফেন্সিডিলসহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার আশুলিয়ায় ফের গণধর্ষণ, আটক ৫ মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার চেষ্টার অভিযোগে অধ্যক্ষ আটক ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪ ফরিদপুরে বীজআলু উৎপাদন মান নিয়ন্ত্রণ ও বালাই ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্ধোধন SHARES Matched Content অপরাধ বিষয়: ১০৯ পিস ইয়াবাসহআটক ৪পৃথক অভিযানেফরিদপুরে