লক্ষ্মীপুর পৌরসভার মেয়র তাহেরের ঈদবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, মে ৩, ২০২১

নিজস্ব প্রতিবেদক : ঈদ উপলক্ষে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের ব্যক্তিগত উদ্যোগে দুস্থদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন।রবিবার বিকাল ৩ ঘটিকায় পৌরসভার ৫ নং ওয়ার্ডে কর্মহীন, নিম্নআয়ের ও গরীব অসহায় বিভিন্ন শ্রেনীপেশার মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডঃ নূরউদ্দিন চৌধুরী নয়ন, বিশেষ অতিথি জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর মজুমদার, লক্ষ্মীপুর পৌরসভার প্যানেল মেয়র উত্তম দত্ত, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা সভাপতি এ এইচ এম বিপ্লব, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ লক্ষীপুর জেলা সভাপতি শিমুল সাহা, রাকিব পাটোয়ারী প্রমুখ।

জানা গেছে, পৌরসভার ১৫ টি ওয়ার্ডের কর্মহীন, নিম্ন আয়ের ও গরীব অসহায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে জেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আবু তাহের পাঁচ হাজার নারী-পুরুষকে শাড়ি লুঙ্গি ঈদ উপহার হিসেবে বিতরণ করবেন।