গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে ধর্ষক আটক

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, মে ১, ২০২১

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর দশমিনায় গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে র‍্যাব।শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-৮, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ পটুয়াখালী ক্যাম্প।

অভিযুক্ত মো. সাইফুল ইসলাম (৪৮) উপজেলার দক্ষিণ রনগোপালদী গ্রামের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী গত ২৯ এপ্রিল সন্ধ্যা অনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে গরু আনতে বাড়ির পাশের মাঠে যান। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা সাইফুল তাকে মুখে কাপড় বেঁধে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে বললে মেরে ফেলারও হুমকী দেয়।

শুক্রবার র‍্যাবের শরণাপন্ন হলে অভিযান চালিয়ে র‍্যাব তাকে আটক করে। পরে ভুক্তভোগী নারী বাদি হয়ে শুক্রবার দশমিনা থানায় একটি মামলা দায়ের করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত সাইফুল ইসলাম নিজের অপরাধ স্বীকার করেছে।