গৌরীপুরে কোটি টাকার ভারতীয় পণ্যসহ ১৮ জন গ্রেপ্তার

প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২১
গৌরীপুরে কোটি টাকার ভারতীয় পণ্যসহ ১৮ জন গ্রেপ্তার

কমল সরকার,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে কোটি টাকার ভারতীয় পণ্যসহ ১৮ চোরা কারবারি আটকের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে র‌্যাব-১৪ এর এসআই মোড়ল মিজানুর রহমান বাদী হয়ে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেন।

এ মামলার আসামীরা হলেন সোলাইমান কবির (৪০), চিত্তরঞ্জন দে (৫১), মো. মতিন (৩৬), খায়রুল ইসলাম (২০), আনোয়ার হোসেন (৩০), আকরাম (২০), মিরাজ (৩০), মমিন (৩২), ইমরান (২৫), রাজু মিয়া (৩০), নজরুল ইসলাম (৪০), মাহফুজুর রহমান (৪০), কামরুল ইসলাম (২২), রুবেল (৩৪), সুমন মীর (৩২), হারেস (৪৭), রাজু (৩২) ও মো. সাব্বির (২০)। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী এ বিষয়ে নিশ্চিত করে জানান,গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (২১ এপ্রিল) ভোর সোয়া ৪টার দিকে মেজর আখের মুহম্মদ জয় এবং এএসপি তাসলিম হুসাইনের নেতৃত্বে র‌্যাব-১৪ এর ময়মনসিংহ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গৌরীপুর উপজেলার বেলতলী বড় মসজিদ এলাকায় অভিযান চালায়। এ সময় ৩টি ট্রাক ও ৩টি কাভার্ড ভ্যান ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ ১৮ চোরাকারবারিকে আটক করা হয়।

পণ্যগুলো হচ্ছে- এক হাজার পিস ভারতীয় থ্রিপিস, ২৫০ পিস লেহেঙ্গা, ১২ হাজার কেজি জিরা, ৩৫০ পিস শাড়ি, তিন হাজার ২০০ পিস সাবান, ২০ হাজার পিস মেহেদী, চার হাজার পিস চকলেট, চার হাজার পিস ভারতীয় বেটনোভেট ক্রিম ও তিন হাজার পিস স্কিনসাইন ক্রিম। পণ্যগুলোর আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা