গৌরীপুরে পুলিশী অভিযানে বিভিন্ন মামলায় ১৭ জন গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, জুন ১১, ২০২০ কমল সরকার’ গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুরে (৯ জুন) মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অফিসার ইনচার্জ বোরহান উদ্দিনের খানের (ওসি) নেতৃত্বে এক পুলিশী অভিযানে নানাবিধ মামলায় ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলেন উল্লেখিত উপজেলার বোকাইনগর ইউনিয়নের স্বল্প পশ্চিমপাড়া গ্রামের আঃ কাদেরের ছেলে এনামুল (২২) গৌরীপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত আঃ রাজ্জাকের ছেলে মোঃ কাজল মিয়(৪০) রামগোপালপুর ইউনিয়নের পুম্বাইল গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে রহমান আহম্মেদ রহিম(৪০), রহমান আহম্মেদ রহিমের ছেলে জাকির হোসেন(২০), সুরুজ মিয়ার ছেলে লাদেন মিয়া(২০), মতিউর রহমানের ছেলে সাদ্দাম হোসেন (২৫), মতিউর রহমানের ছেলে জসিম উদ্দিন (২২), সরুজ মিয়ার স্ত্রী বেদেনা আক্তার (৩৫),সুমন মিয়ার স্ত্রী মর্জিনা বেগম(২৬), মওহা ইউনিয়নের কড়েহা গ্রামের মৃত শাহনেওয়াজের ছেলে আজিজুল হক(৫৫), আজিজুল হকের ছেলে সবুজ মিয়া(২৮),আজিজুল হকের ছেলে আলম মিয়া(২৪),হাসিম উদ্দিনের ছেলে মোঃ মোস্তফা (৫০), মোস্তফার ছেলে মোস্তাকিম(২৫),আজিজুর রহমানের ছেলে শুভ্রতন মিয়া(৩৫),আজিজুর রহমানের ছেলে ফরিদ মিয়া(২২),মোঃ সাইফুল ইসলামের ছেলে মোঃ জুলহাস মিয়া(৩০),সহ তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন খান জানান থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় অভিযুক্ত ১৬ জন ও ১ জন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার করে (১০ জুন) বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। Share this:FacebookX Related posts: গৌরীপুরে এক মাসে সাজাপ্রাপ্ত-হত্যা ও মাদক মামলার ১৬৬ আসামী গ্রেফতার গৌরীপুরে ৯৯৯ এ ফোন করে নিজেই গ্রেফতার হলো কথিত জ্বিনের বাদশাহ গৌরীপুরে নাশকতার পরিকল্পনাকালে জামাতে ইসলামীর তিন নেতা গ্রেফতার গৌরীপুরে ছুরিকাঘাতে নবম শ্রেনীর ছাত্র খুন গৌরীপুরে ৩ কেজি গাজা উদ্ধার: আটক-১ গৌরীপুরে কালোবাজারে চাল বিক্রির অভিযোগে স্বপন মেম্বার গ্রেফতার গৌরীপুরে ২০ কেজি গাঁজা উদ্ধার, ২ মাদক ব্যবসায়ী আটক গৌরীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা শুভ্র হত্যা মামলার আসামী কার্জন গ্রেফতার মুক্তাগাছায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার গৌরীপুরে মুজিববর্ষ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা গৌরীপুরে বিশিষ্ট ব্যবসায়ীর মাতার পরলোকগমন গৌরীপুরে পৌর মেয়রের উদ্যোগে সোলার স্ট্রীট লাইট স্থাপন SHARES Matched Content অপরাধ বিষয়: ১৭ জন গ্রেফতারগৌরীপুরেপুলিশী অভিযানেবিভিন্ন মামলায়