গৌরীপুরে সাবেক ইউপি চেয়ারম্যান দুলাল গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০ গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : যৌতুকের টাকা দিতে না পারায় স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করার অভিযোগে হত্যামামলাসহ ২২ মামলার আসামী ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দুলাল আহম্মেদকে ৩ জুলাই মধ্য রাতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে পুলিশ। ময়মনসিংহের পুলিশ সুপার আহামারুজ্জামানের নেতৃত্বে রাত ২টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে সাথে ছিলেন গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ বোরহান উদ্দিন খান, ওসি তদন্ত মোঃ কামাল হোসেন, এসআই এমদাদুল হক, এসআই জামান,এসআই সুলাইমান ও সঙ্গিয় ফোর্স। অভিযোগ সূত্রে জানা গেছে, পুষ্প আক্তারের সাথে ৬ বছর পূর্বে দুলাল আহম্মেদ দুলালের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী দুলাল আহম্মেদ (দুলাল ডাকাত) যৌতুকের টাকার জন্য শারীরিক নির্যাতন করে আসছে। ইতিমধ্যে পুষ্প ৭ লক্ষা টাকা যৌতুক হিসাবে দুলালকে দেয়। দুলাল আরো দেড় লক্ষা টাকা যৌতুক দাবী করে। দাবীকৃত যৌতুকের দেড় লক্ষা টাকা দিতে অস্বীকার করায় ২৮ জুন সকাল ১০টার সময় সোনাকান্দি গ্রামের মৃত বাবর আলীর ছেলে আজিজুর রহমান (৫০), মৃত আক্কাছ আলীর ছেলে শহিদ মিয়া (৫৫) সহযোগীতায় স্বামী দুলাল, সতীন ডলি (২৪) পুস্পকে বাথরুমে আটকিয়ে মারপিট করে। এক পর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে বিষ খাইয়ে পালিয়ে যায়। পরে পুস্প’র সন্তান শাহারিয়া আহম্মেদ দুলনের চিৎকার শুনে এলাকাবাসী পুস্পকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা করে। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে দুলালের স্ত্রী পুষ্প গৌরীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দয়ের করেছে। মামলা নং-৪ তারিখ ৩/৭/২০২০ইং। উল্লেখ্য দুলাল খুন, ধর্ষন, চুরি, ডাকাতি, অপহরন, মাদক, অস্র সহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী । Share this:FacebookX Related posts: গৌরীপুরে এক মাসে সাজাপ্রাপ্ত-হত্যা ও মাদক মামলার ১৬৬ আসামী গ্রেফতার গৌরীপুরে ৯৯৯ এ ফোন করে নিজেই গ্রেফতার হলো কথিত জ্বিনের বাদশাহ গৌরীপুরে নাশকতার পরিকল্পনাকালে জামাতে ইসলামীর তিন নেতা গ্রেফতার গৌরীপুরে ছুরিকাঘাতে নবম শ্রেনীর ছাত্র খুন গৌরীপুরে ৩ কেজি গাজা উদ্ধার: আটক-১ গৌরীপুরে পুলিশী অভিযানে বিভিন্ন মামলায় ১৭ জন গ্রেফতার গৌরীপুরে কালোবাজারে চাল বিক্রির অভিযোগে স্বপন মেম্বার গ্রেফতার গৌরীপুরে ২০ কেজি গাঁজা উদ্ধার, ২ মাদক ব্যবসায়ী আটক গৌরীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা শুভ্র হত্যা মামলার আসামী কার্জন গ্রেফতার গৌরীপুরে অষ্ট্রেলিয়া প্রবাসী লাভলীর খাদ্য সহায়তা গৌরীপুরে ছাত্রলীগ নেতার নিজ ক্ষেতের ধান বিতরণ গৌরীপুরে খাদ্য সহায়তা পাবে ৬৩ হাজার পরিবার SHARES Matched Content অপরাধ বিষয়: গৌরীপুরেদুলাল গ্রেফতারসাবেক ইউপি চেয়ারম্যান