প্রণব মুখার্জির সম্মানে বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি ১দিন বন্ধ

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রবীণ রাজনীতিবিদ।বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জির মৃত্যুতে ১দিন মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করেছে বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষ।

পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদি হাসান খান বাবলা সোমবার (৩১ আগস্ট) রাতে বাংলাবান্ধা স্থলবন্দর বন্দ রাখার সিদ্ধান্তের বিষয়টি জানান।

তিনি জানান, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রবীণ রাজনীতিবিদ ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জীর মৃত্যুতে আমরা শোকাহত। বাংলাবান্ধা-ফুলবাড়ীর স্থলবন্দরে ২০১১ সালের ২২ জানুয়ারি ইন্দো-বাংলা আন্তর্জাতিক বাণিজ্যের দ্বারউন্মোচন করে ইমিগ্রেশন চালুর ঘোষণা দিয়েছিলেন তিনি। এজন্য আমরা মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছি।

আগামী বুধবার (২ সেপ্টেম্বর) থেকে কার্যক্রম স্বাভাবিক থাকবে।