মেডিকেলে চান্স পাওয়া ইসমাইলের দায়িত্ব নিলেন উপজেলা চেয়ারম্যান দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২১ মেডিকেলে চান্স পাওয়া ইসমাইলের দায়িত্ব নিলেন উপজেলা চেয়ারম্যান নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া মোধাবী মো. ইসমাইলের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন বরগুনার তালতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবি-উল-কবির। বুধবার (৭ এপ্রিল) সন্ধ্যায় এই মেধাবী শিক্ষার্থী ও তার বাবার সাথে কথা বলে এই আশ্বাস দেন উপজেলা চেয়ারম্যান কবির। এ সময় ইসমাইলের প্রাথমিক শিক্ষক আবদুল মজিদ জোমাদ্দারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবি-উল-কবির বলেন, বর্তমান সমাজে মানুষের মানসিকতার পরিবর্তন হচ্ছে। দেশ যেমন এগিয়ে যাচ্ছে, মানুষও মানুষের সহযোগিতায় এগিয়ে আসছে। আর তালতলী উপজেলার ছেলে হিসেবে মেডিকেলে চান্স পাওয়া ইসমাইলের লেখাপড়ার জন্য আমি সহযোগিতা করব। ইসমাইল পড়াশোনা করে ভাল ডাক্তার হয়ে মানুষের সেবা করবে এই প্রত্যাশা করি। উপজেলার বড়বগী ইউনিয়নের মোমেসে পাড়া এলাকার দিনমজুর বাবা নুরুল ইসলাম বেপারীর একমাত্র ছেলে ইসমাইল। ছোটবেলা থেকেই ইসমাইল মেধাবী ছিলেন। অর্থাভাবে টিউশনি করে লেখাপড়া করেছেন। এরপর ইসমাইল তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৭ সালে জিপিএ-৪.৯১ পেয়ে এসএসসি এবং তালতলী সরকারি কলেজ থেকে ২০১৯ সালে জিপিএ-৪.৩৩ পেয়ে এইচএসসি পাস করেন। ২০১৯ সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে গনিত বিভাগে চান্স পান। কিন্তু গতবছরের রেজাল্ট আশানুরুপ না হওয়ায় ২০২০ সালে এইচএসসি পরীক্ষায় আবারও অংশগ্রহণ করে জিপিএ-৫ অর্জন করেন। ২০২০-২১ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় আংশগ্রহণ করে মেডিকেলে ভর্তির সুযোগ পায়। বাবা নুরুল ইসলাম বেপারীর বলেন, অনেক কষ্টে থাহার পরও পোলাডারে লেহাপড়ার খরচ মুই দেতে পারি নাই। পোলাপান পড়াইয়া ও লেহাপড়া হরছে। এ্যহোন ডাক্তারি পড়ার চান্স পাওয়ার পর অনেক চিন্তায় পড়ছালাম। উপজেলা পরিষদের চেয়ারম্যান পোলাডার লেহাপড়ার দায়িত্ব নেছে। তাই এখন মুই চিন্তা মুক্ত অইছি। মুই উপজলা চেয়ারম্যানসহ সকলের জন্য দোয়া হরি। ইসমাইল হোসেন বলেন, দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ার পরে এক ধরনের অনশ্চিয়তা কাজ করছিল মনের মধ্যে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মানবিক চেয়ারম্যানসহ (রেজবি-উল-কবির) অনেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সে জন্য আমি কৃতজ্ঞ। সকলের কাছে দোয়া চাই। যাতে ভাল লেখাপড়া করে ভালো একজন ডাক্তার হয়ে সকলের সেবা করতে পারি। Share this:FacebookX Related posts: নববধূ চম্পা হত্যা মামলার অন্যতম নারী আসামি আটক কর্তৃপক্ষের গাফেলতিতে পরীক্ষা দিতে পারলেন না ৫ শিক্ষার্থী রাণীনগরে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান কেরানীগঞ্জ থেকে আমতলীতে আসা ১০৯ জন কোয়ারেন্টাইনে বাউফলে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ কাউখালীতে বিদ্যুৎস্পষ্ট হয়ে স্বামী- স্ত্রী’র মর্মান্তিক মৃত্যু মির্জাগঞ্জে ২ বছরেও শেষ হয়নি সড়ক নির্মানের কাজ ভোগান্তিতে এলাকাবাসী লালমোহন উপজেলা ‘বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন’ এর কমিটি গঠন মির্জাগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ,২ জনকে কুপিয়ে জখম মির্জাগঞ্জে ভাসমান বেডে সবজি চাষে সফল কৃষক শাহাজাদা শার্শা উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ বাউফলে চড়া দামে সীম কার্ড বিক্রির অভিযোগ SHARES Matched Content দেশের খবর বিষয়: ইসমাইলের দায়িত্ব নিলেনউপজেলা চেয়ারম্যানচান্স পাওয়ামেডিকেলে