তেঁতুলিয়ায় দুই দিনে ৯ জনকে জরিমানা

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্বাস্থ্যবিধি না মানায় দুই দিনে (রোববার ও সোমবার) ৯ জনকে জরিমানা করা হয়েছে।সোমবার দুপুরে তিন জনকে বিভিন্ন অংকে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা।
একই দিনে পাইলট স্কুল ও রাবার বাগান সংলগ্ন রাস্তার পাশে অবৈধ ভাবে পাথর স্তুপকারী এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে দুর্ঘটনা রোধে এশিয়ান হাইওয়ের মহাসড়ক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে রাস্তার পাশে রাখা পাথরের অবৈধ স্তুপ সরিয়ে নিতে নির্দেশ প্রদান করা হয়।

রোববার রাতে তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কের ভজনপুর পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় স্বাস্থ্যবিধি না মানা ও ড্রাইভিং লাইসেন্স ব্যতীত ভারী যানবাহন চালনার দায়ে পাঁচ জনকে বিভিন্ন অংকে জরিমানা করা হয়।

অভিযানে তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু ছায়েম মিয়া ও হাইওয়ে থানার সার্জেন্ট রব্বানীসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।