তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০

অনলাইন ডেস্ক : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।রোববার ভোর ৬টায় ৮ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হলেও সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়।
ভোরে সূর্যের কিরণে চারদিকে রৌদ্রময় হয়ে উঠলেও সকাল ৭টা থেকে শুরু হয় তীব্র কনকনে শীত। মৃদু থেকে মাঝারিতে রূপ নিচ্ছে শীত। কুয়াশা না থাকলেও তীব্র শীতের দাপটে যেন নাজেহাল অবস্থা। সন্ধ্যার পর থেকে সারা রাত হিম শীতল ঠান্ডা বিরাজমান থাকে।

এদিকে, শীতের তীব্রতা থাকলেও জীবিকার তাগিদে হাঁড় কাঁপানো শীতের মধ্যেই কাজে বের হতে হয় নিম্ন আয়ের মানুষদের।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ জানান, সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৯টায় রেকর্ড হয় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। মৃদু থেকে মাঝারি ধরনের শীতল তাপমাত্রা বিরাজ করছে।