তেঁতুলিয়ায় ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২১ নিজস্ব প্রতিবেদক ; পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হলেও সোমবার সকাল ৯টায় রেকর্ড হয় ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয়রা জানান, এই শীতের তাপমাত্রা উঠানামা করায় বেশ সমস্যায় পড়েছি। ভোগান্তি বেড়েছে খুব। ভোরে কোন দিন প্রচন্ড কুয়াশা, ঠান্ডা বাতাস আবার কোন দিন ভোরে সূর্য উঠলেও কনকনে শীত। মনে হয় বরফের মতো ঠান্ডা। ঠান্ডায় হাত, পা, শরীর অবশ হয়ে আসে। এমনকি ঘরের মেঝে, ফ্লোর, বিছানা, দরজা, জানালা স্পর্শ করলে যেন হাত, পা অবশ হওয়ার অবস্থা তৈরি হয়। শীতে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছেন নিম্নবিত্ত, অসহায়, ছিন্নমুল মানুষ। অনেককে বাড়ির উঠানে, রাস্তার ধারে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ জানান, মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সোমবার সকাল ৯টায় রেকর্ড হয় ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। টানা কয়েকদিন ধরে প্রচন্ড শীত অনুভূত হচ্ছে। আর তাপমাত্রাও উঠানামা করছে। এদিকে, হাসপাতাল, ক্লিনিক ও সেবাকেন্দ্রগুলোতে ঘুরে দেখা যায়, সর্দি, জ্বর, কাঁশিসহ শীতজনিত রোগীর ভীড়। এসব রোগীর মধ্যে শিশু ও বয়স্ক মানুষের সংখ্যা বেশি। লাগামহীন শীতে তাপমাত্রা উঠানামা করায় শীতজনিত রোগব্যাধি বৃদ্ধি পাচ্ছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থাকায় স্বাস্থ্যবিধি মেনেই রোগী দেখতে দেখা যায় চিকিৎসকদের। Share this:FacebookX Related posts: তেঁতুলিয়ায় করোনা প্রতিরোধে খোলা মাঠে হাট পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭০টি ভারতীয় গরু আটক মুজিববর্ষ উপলক্ষ্যে তেঁতুলিয়ায় বৃক্ষরোপন কর্মসূচি পালন তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি তেঁতুলিয়ায় কম্বল বিতরণ আটোয়ারীতে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক সেমিনার রংপুরে দেশীয় চোলাই মদ পান করে চারজনের মৃত্যু বোদায় দু’শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ খাদ্য নিয়ে দরিদ্রদের বাড়ি-বাড়ি ছুটছেন মেয়র টুটুল পঞ্চগড়ে সারের বাফার গুদামের উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী বিরামপুরে আবাসিক হোটেলে আটক যুবকের কারাদণ্ড, যুবতীর অর্থদণ্ড লালমনিরহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গুদামে আগুন SHARES Matched Content দেশের খবর বিষয়: ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসতাপমাত্রাতেঁতুলিয়ায়