সহকর্মীর গুলিতে জেএসএস’র সামরিক কমান্ডার নিহত

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২১

অনলাইন ডেস্ক : রাঙামাটির বাঘাইছড়িতে সহকর্মীর গুলিতে (জেএসএস) এমএন লারমা দলের সামরিক কমান্ডার নিহত হয়েছেন।মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বাবু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম বিশ্ব চাকমা ওরফে যুদ্ধ চাকমা।

ঘাতক সুজন চাকমা (জেএসএস) এমএন লারমা দলের সদস্য।

বাঘাইছড়ি উপজেলার (জেএসএস) এমএন লারমা দলের সভাপতি জ্ঞানজীব চাকমা জানান, সুজন চাকমা দলের ভেতর (জেএসএস) সন্তু লারমা দলের গুপ্তচর ছিলো। (জেএসএস) সন্তু লারমা দলের ইন্ধনে সে আমাদের দলের লোককে হত্যা করে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে সন্তু লারমার দলে পালিয়ে গেছে।

বাঘাইছড়ি থানার ওসি মো. আনোয়ার হোসেন খান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি প্রেরণ করার প্রস্তুতি নিচ্ছি। এ ঘটনায় এখনও মামলা হয়নি।

(জেএসএস) সন্তু লারমা দলের সহ সাংগঠনিক সম্পাদক ত্রিদিপ চাকমা জানান, (জেএসএস) সন্তু লারমা দলের সঙ্গে এই হত্যাকাণ্ডের কোন সম্পর্ক নেই।