কুমিল্লায় অস্ত্র-গুলিসহ ডাকাত দলের ১১ সদস্য গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২০ নিজস্ব প্রতিবেদক : কুমিল্লায় এক নারীসহ ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় বিপুল পরিমাণ দেশিয় অস্ত্রসহ ডাকাতি কাজে ব্যবহৃত মাইক্রোবাস, মোটরসাইকেল এবং লুণ্ঠিত নগদ টাকা ও মালামাল উদ্ধার করা হয়। রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি নামক এলাকায় পুলিশ এ অভিযান চালায়। সোমবার (২০ জানুয়ারি) বিকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। পুলিশ সুপার জানান, ঢাকা-চট্টগ্রাম মহাড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি বাজার এলাকায় রোববার সন্ধ্যায় রংপুর জেলার বদরগঞ্জ থানার নাটারাম গ্রামের শাহ আলমের ছেলে শাহীন আলম (৩০) চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে সেখানে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় মোটরসাইকেল যোগে ডাকাত দলের ৩ সদস্য ওই ব্যক্তির উপর হামলা চালায় ও গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে তার সঙ্গে থাকা মোবাইল, নগদ টাকা ও ব্যাগ ছিনিয়ে নেয়। এসময় ওই ব্যক্তির চিৎকারে প্রথমে স্থানীয়রা ও পরে সড়কে টহলরত পুলিশ তাদের ধাওয়া করে তিন ডাকাতকে আটক করে। পরে খবর পেয়ে মাইক্রোবাস যোগে আরো আট ডাকাত ওই তিন ডাকাতকে ছিনিয়ে নিতে পুলিশের উপর আক্রমণ চালানোর চেষ্টা করে। এসময় চৌদ্দগ্রাম থানা পুলিশের একাধিক টিম ব্যারিকেড সৃষ্টি করে ডাকাত দলের এক নারীসহ আট ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাতরা হচ্ছে- জেলার সদর দক্ষিণ উপজেলার জহির হোসেন (২৪), জহিরুল ইসলাম (২৫), কামরুল হাসান সবুজ (২৬), ফেরদৌস হোসেন (২৮), কামাল হোসেন (৪৫), মনোয়ারা বেগম (৪৫), নেয়ামত উল্লাহ (২৫), জুয়েল ওরফে আকাশ (২০), চৌদ্দগ্রাম উপজেলার ফাহিম আহম্মদ (২২), বুলেট (২৮), চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সুমন হাসান (২৮)। এ সময় ডাকাতদের ব্যবহৃত একটি মাইক্রোবাস, একটি মোটরসাইকেল, পাঁচটি রাম দা, দুটি দেশিয় তৈরি চাইনিজ কুড়াল, একটি চাকু, লুণ্ঠিত ব্যাগ, নগদ টাকা, মানিব্যাগসহ ডাকাতি করা বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। তিনি আরো জানান, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, মাদক ও দ্রæত বিচার আইনসহ একাধিক মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) আবদুল্লাহ আল মামুন ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাখাওয়াৎ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। Share this:FacebookX Related posts: ব্রাহ্মণবাড়িয়ায় অভিনব পদ্ধতিতে গাঁজা পাচার মামা-ভাগিনাসহ আটক-৩ ১২ মামলার আসামি বন্দুকযুদ্ধে’ নিহত কুমিল্লায় পরিত্যক্ত প্লাস্টিকের বোতলে বাড়ি নির্মাণ আশুগঞ্জে ২১ কেজি গাঁজা ও ১টি পিকআপসহ মাদক ব্যবসায়ী আটক পটিয়ায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মাদক ব্যবসায় বাধা দেয়ায় ট্রাক্টর চালককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১ কোরআনে হাফেজকে পিটিয়ে হত্যা আটক ৬ কুমিল্লায় পুলিশ পরিদর্শক ও দারোগাসহ গ্রেফতার ৫ হাটহাজারীতে চোলাইমদসহ দুইটি গাড়ী আটক র্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আ’লীগ নেতা আটক টেকনাফে অস্ত্রসহ ৪ রোহিঙ্গা আটক SHARES Matched Content অপরাধ বিষয়: ১১ সদস্য গ্রেফতারঅস্ত্র-গুলিসহকুমিল্লাডাকাত দল