‘বন্দুকযুদ্ধে’ মাদক পাচারকারী নিহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২০ নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক পাচারকারী নিহত হয়েছে। আহত হয়েছেন বিজিবির ৩ সদস্য। রোববার ভোরে উপজেলার হ্নীলা জাদিমুড়া নাফ নদী সীমান্তে ‘বন্দুকযুদ্ধে’ এ ঘটনা ঘটে। নিহত মো. আইয়াছ (২৫) উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প বল্ক-ডি/৪ শরণার্থী শিবির (২) এর বাসিন্দা। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জাদীমুড়া নাফ নদী সীমান্ত এলাকায় বিজিবির একটি টহল দল অবস্থান নেয়। ভোর রাতের দিকে মিয়ানমার (লালদ্বীপ) হয়ে নৌকাযোগে বেশ কয়েকজন নাফ নদী জাদিমুড়া শেকলঘেড়া সীমানা অতিক্রম করার সময় বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। এ সময় নৌকাতে থাকা মাদক পাচারকারীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ী গুলি করে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে নৌকায় থাকা ৩/৪ জন মাদক পাচারকারী নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। গোলাগুলি থেমে যাওয়ার কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খাঁন জানান, হ্নীলা জাদিমুড়া নাফ নদী শেকলঘেড়া সীমান্তে মাদক কারবারীদের সঙ্গে গোলাগুলির ঘটনায় এক রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত হয়েছে। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরী একটি অস্ত্র, একটি কার্তুজ, একটি গুলির খালি খোসা ও ২ লক্ষ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ৬ কোটি ৬০ লাখ টাকা) উদ্ধার করা হয়। তিনি আরও জানান, মাদক পাচার প্রতিরোধে সীমান্ত প্রহরী বিজিবি সদস্যরা সদা প্রস্তুত রয়েছে। পাশাপাশি মাদক পাচারে যারা এখনও জড়িত সেই সমস্ত অপরাধীদের নির্মূল করার জন্য মাদকবিরোধী চলমান এই যুদ্ধ অব্যাহত থাকবে। Share this:FacebookX Related posts: টেকনাফে বন্দুকযুদ্ধে ‘রোহিঙ্গা’ মাদক কারবারী নিহত কুমিল্লায় অস্ত্র-গুলিসহ ডাকাত দলের ১১ সদস্য গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় অভিনব পদ্ধতিতে গাঁজা পাচার মামা-ভাগিনাসহ আটক-৩ ১২ মামলার আসামি বন্দুকযুদ্ধে’ নিহত আশুগঞ্জে ২১ কেজি গাঁজা ও ১টি পিকআপসহ মাদক ব্যবসায়ী আটক পটিয়ায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মাদক ব্যবসায় বাধা দেয়ায় ট্রাক্টর চালককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১ কোরআনে হাফেজকে পিটিয়ে হত্যা আটক ৬ কুমিল্লায় পুলিশ পরিদর্শক ও দারোগাসহ গ্রেফতার ৫ হাটহাজারীতে চোলাইমদসহ দুইটি গাড়ী আটক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আ’লীগ নেতা আটক টেকনাফে অস্ত্রসহ ৪ রোহিঙ্গা আটক SHARES Matched Content অপরাধ বিষয়: ‘বন্দুকযুদ্ধ’ মাদক পাচারকারী নিহত