বগুড়ায় এক দিনে মারা গেছে ৫ জন

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক : বগুড়ায় করোনায় সংক্রমনের সাথে মৃত্যুও বেড়ে চলেছে। হটে বাজারে, শপিংমল ও বিপনী বিতানে মাস্ক পরা ও শারীরিক দুরুত্ব বজায় রাখার কোন বালাই নেই। ফলে সংমনের সাথে নতুরন করে মৃত্যুর সংখ্যা যোগ হযেছে। বগুড়ায় একদিনে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘন্টায় বগুড়ায় ২৯৯ টি নমুনা পরীক্ষায় ৫০ জন এক্রান্ত হওয়ার খবর দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। আক্রান্তের হার ১৬ দশমিক ৭২ জন। জেলা প্রশাসন মোবাইল কের্টি দিয়েও স্বাস্থ্য বিধি মানাতে পারছে না।

জেলা ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজার রহমান তুহিন জানান গত এক সপ্তাহ ধরে জেলায় করোনায় কোন মৃত্যু ছিল না। এক সপ্তাহ পর গত ২৪ ঘন্টায় জেলায় ৫ জনের মৃত্যু হয়েছে। করোনায় নতুন করে মৃত্যু আতংকের সৃষ্টি হয়েছে। তিনি আরো জানা ঢাকা থেকে স্বাস্থ্য বিধি সম্পর্কে নতুন নির্দেশনা এসেছে। কোন রকম জন সমাগম চলবে না। বাস গুলোতে আসনের ৫০ ভাগ যাত্রি বহন করতে হবে। জেলয় কোচিং সেন্টার ও স্কুল খোলা একবার বন্ধ থাকবে। শপিং মল, বিপনী বিতনে স্বাস্থ্য বিধি মেনে চলার উপর কড়াকড়ি নির্দেশনা রয়েছে। কোন রাজনৈতিক, সামাজিক অনুষ্ঠান করা যাবে না।

গত ২৪ ঘন্টায় বগুড়ায় যারা করোনায় মারা গেছেন তারা হলেন শেরপুর উপজেলার সুমন(৩৭), সিরাজগঞ্জের শাহজাহান আলী(৭০), বগুড়া সদরের যথাক্রমে দেলোয়ার হোসেন(৬০), শাহানুর ইসলাম (৪০) এবং বাবলী(৪৫)।

এরা সবাই রবিবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা গেছেন। নতুন আক্রান্ত ৫০জনের মধ্যে ৪৭জন বগুড়া সদরের এবং বাকি ৩জন সারিয়াকান্দি, শিবগঞ্জ এবং দুপচাচিয়ার বাসিন্দা।

তিনি আরও জানান, এই নিয়ে জেলায় আক্রান্ত হলেন ১০ হাজার ৩২৮ জন এবং সুস্থ্য হয়েছেন ৯হাজার ৮১৮ জন। এছাড়া নতুন করে ৫জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যু ২৬০ জনে চিকিৎসাধীন ২৫০জন।