বগুড়ায় করোনা প্রতিরোধে পুলিশের সভা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০ নিজস্ব প্রতিবেদক : বগুড়া জেলা পুলিশের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে বুধবার বিকালে শহরের মালতীনগর বগুড়া মহিলা ডিগ্রি কলেজের হল রুমে শিক্ষার্থীদের সাথে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সচেতনার মাধ্যমে নোভেল করোনা ভাইরাস রুখে দিতে হবে। সচেতনতার অভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। করোনা ভাইরাস ভারি হওয়ায় এটি মাটিতে পড়ে থাকে। হাত পায়ের সংস্পর্শে নাক মুখ দিয়ে শরীরে প্রবেশ করে। তাই বাহিরে যাওয়ার সময় মাস্ক ব্যবহার করতে হবে। আবার বাসায় ফিরে সঠিক ভাবে শরীরের অঙ্গপ্রতঙ্গ পরিস্কার করতে হবে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগ সর্বদা কাজ করে যাচ্ছে। এই রোগ থেকে বাঁচতে সকলকে সচেতন হতে হবে। সচেতনতায় পারে নোভেল করোনার বিস্তার রোধ করতে। সচেতন মানুষ সব সময় পরিস্কার পরিচ্ছন্ন থাকে, সর্বদা পরিস্কার কাপড় পরিধান করে। সচেতনতা ও ধর্মীয় অনুশাসন মেনে চলাফেরা করা জরুরী। সচেতনতামূলক সভায় শিক্ষার্থীদের মাঝে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে লিফলেট বিতরণ করেন বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঞাঁ। বগুড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোকাব্বর হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম বদিউজ্জামান। এসময় বগুড়া মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক সহকারী অধ্যাপক একেএম সারোয়ার হোসেন, সিরাজুন নাহার, শামীমা সুলতানা, তাহেরা বেগম, মাহমুদা আখতার বানু, প্রভাষক হরিপদ রায়, প্রভাষক জহুরুল ইসলাম, সেলিমা খাতুন, নাসরিন বেগম, মাসুদ রানা, আব্দুর রাজ্জাক, খাদিজা খানম, রাহেলা খাতুন, তুহিন রানা, শফি মাহমুদ, শ্যামলী রানী সহ শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: বগুড়ায় ট্রাকচাপায় এইচএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩ বগুড়ায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ বনপাড়া পৌরসভার উদ্যোগে করোনা প্রতিরোধে স্প্রে ও লিফলেট বিতরণ বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বগুড়ায় ১০ টাকা কেজির ৫০ বস্তা চালসহ এক ব্যক্তি আটক বগুড়ায় ধান কাটার উৎসব চলছে বগুড়ায় আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ বগুড়ায় পিকআপ চাপায় নিহত ২ বগুড়ায় আরও ১০৯ জন করোনায় আক্রান্ত বগুড়ায় বিপ্লব হত্যার ২ বছর পর রহস্য উদঘাটন, গ্রেফতার ৫ বগুড়ায় নতুন করে ৫০ জন করোনায় আক্রান্ত বগুড়ায় ১০ জুয়াড়ীর কারাদন্ড SHARES Matched Content দেশের খবর বিষয়: করোনা প্রতিরোধেপুলিশের সভাবগুড়ায়