সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক গ্রেফতার

প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২১

নিজস্ব প্রতিবেদক : শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় রুপিসহ মোহাম্মদ আলী (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।সোমবার (২২ মার্চ) সন্ধ্যায় ভারতীয় সীমান্তের পিলার ১০৯৮/৩ এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যান্তরে পূর্ব খাড়ামোড়া নামক স্থানে তাকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদ আলী উপজেলার রাঙ্গাজান গ্রামের মফিজল হকের ছেলে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদেরভিত্তিতে তাওয়াকুচা বিজিবি ক্যাম্প হতে একটি টহল দল ১০৯৮/৩ এস পিলার কাছে ফাঁদ পাতে। এ সময় মোহাম্মদ আলীসহ আরো একজন ভারতীয় সীমান্তের দিকে যেতে থাকলে বিজিবির টহল দল ধাওয়া দিয়ে মোহাম্মদ আলীকে গ্রেফতার করলে অন্যজন পালিয়ে যায়।

এ সময় মোহাম্মদ আলীর দেহ তল্লাশি করে ৪০ হাজার ভারতীয় রুপিসহ তাকে গ্রেফতার করে। পরে বিজিবি তাওয়াকুচা ক্যাম্পের হাবিলদার মিজানুর রহমান বাদী হয়ে ২২ মার্চ রাতে শ্রীবরদী থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ওসি (তদন্ত) ইনকান্দার হাবিবুর রহমান বলেন, মোহাম্মদ আলীসহ জব্দকৃত ভারতীয় রুপি নিয়ে শ্রীবরদী থানায় এসে মামলা দায়ের করেছে বিজিবি। আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।