খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২১ নিজস্ব প্রতিবেদক : খেলতে গিয়ে সেচের চোরাই সংযোগের তারে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।বুধবার উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তবরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুদের মধ্যে ওই গ্রামের মমিনুল হকের ছেলে আল-আমিন (১১) ও আজিদুল হকের ছেলে আজিমুল হক (৭)। নিহতরা আপন চাচাতো ভাই। ওই গ্রামের জিয়াউল হক জিয়া জানান, একই গ্রামের আবুবক্কর মিয়া বাড়ি থেকে বিদ্যুতের সংযোগ দিয়ে নিজ জমিতে সেচ দিয়ে আসছিল। বুধবার ওই সংযোগের তার মাটিতে পড়ে থাকা অবস্থায় খেলতে যান দুই চাচাতো ভাই। এ সময় মাটিতে পড়ে থাকা তারে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়ে দুই শিশু। স্বজনরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফজিলাতুননেছা বন্না দুই শিশুকে মৃত ঘোষণ করেন। নিহত আল-আমিন পঞ্চম ও আজিমুল হক প্রথম শ্রেণির বালাটারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। নাওডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মুসাব্বের হোসেন মুসা জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে। কুড়িগ্রাম-লালমনিহাট পল্লী বিদ্যুৎ সমিতির ফুলবাড়ী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোস্তফা কামাল জানান, অবৈধভাবে সংযোগ নিয়ে সেচ দেয়া হলে তদন্ত করে মালিকের বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা নেয়া হবে। ফুলবাড়ীর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিব কুমার রায় জানান, বিদ্যুৎস্পৃষ্ট দুই শিশুর মৃত্যু খবর শুনে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। স্বজনদের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। Share this:FacebookX Related posts: বিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রসহ দু’জনের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু আটোয়ারীতে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক সেমিনার রংপুরে দেশীয় চোলাই মদ পান করে চারজনের মৃত্যু বোদায় দু’শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ খাদ্য নিয়ে দরিদ্রদের বাড়ি-বাড়ি ছুটছেন মেয়র টুটুল তিস্তার পানি আবারও বিপদসীমার উপরে পঞ্চগড়ে সারের বাফার গুদামের উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী বিরামপুরে আবাসিক হোটেলে আটক যুবকের কারাদণ্ড, যুবতীর অর্থদণ্ড লালমনিরহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গুদামে আগুন SHARES Matched Content দেশের খবর বিষয়: ২ ভাইয়ের মৃত্যুখেলতে গিয়েবিদ্যুৎস্পৃষ্টে