মাটিতে আছড়ে পড়ল প্রশিক্ষণ বিমান

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোর উপজেলায় বাংলাদেশ ফ্লাইং ক্লাবের এস২ এজিজি সেসেনা ১৫২ মডেলের একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর আড়াইটার দিকে তালন্দ ইউনিয়নের তানোর-মুণ্ডুমালা সড়কের আড়াদীঘি লালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বিমানটি বিকট শব্দে একটি আলুখেতে আছড়ে পড়ে। এতে আহত হলেও প্রাণে রক্ষা পেয়েছেন পাইলট ও সঙ্গে থাকা প্রশিক্ষণার্থী। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে উদ্ধার অভিযানে নেমেছে তানোর ফায়ার সার্ভিস ও পুলিশ।

এদিকে বিমান দুর্ঘটনার খবরে ঘটনাস্থলে ভিড় করেছেন এলাকার উৎসুক হাজারো জনতা। তাদের সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ।

তানোরের তালন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীদের জানাই। তাদের সঙ্গে ঘটনাস্থলে আছি। বিমানটি একটি আলুর খেতে ভূপাতিত হয়েছে। এতে পাইলট ও আরোহী সামান্য আঘাত পেয়েছেন। পাইলটের দক্ষতায় অল্পের জন্য তারা প্রাণে রক্ষা পেয়েছেন। বিমানটিরও তেমন ক্ষতি হয়নি। সেটি উদ্ধারের চেষ্টা চলছে।