রিট খারিজ, বিসিএস পরীক্ষা পেছানো সম্ভব নয়

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২১

সময় সংবাদ ডেস্কঃঘোষণা অনুযায়ী আগামী ১৯ মার্চ (শুক্রবার) এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন, তাই এ সংক্রান্ত রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে যথাযথ স্বাস্থ্যবিধি নিশ্চিত করে পরীক্ষা নিতে নির্দেশ দিয়েছেন আদালত।

বিসিএস পরীক্ষা নিয়ে পিএসসির মতামত জানানোর পর মঙ্গলবার (১৬ মার্চ) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

পিএসসির পক্ষে আদালতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার বলেন, বিসিএস পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন। দেশের সব কেন্দ্রে পরীক্ষার উপকরণ পাঠানো হয়েছে। এ অবস্থায় পরীক্ষা পেছানো সম্ভব নয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রবিউল আলম বুদু ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সাগুফতা তাবাচ্ছুম আহমেদ।

পরে অ্যাডভোকেট রবিউল আলম বুদু ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি ঢাকা পোস্টকে বলেন, রিট খারিজ হয়েছে। তবে আদালত যথাযথ স্বাস্থ্যবিধি নিশ্চিত করে বিসিএস পরীক্ষা নিতে বলেছেন।

এর আগে বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার্থীদের পক্ষে রায়হান সুলতান নামে এক শিক্ষার্থী রিটটি দায়ের করেন। করোনা মহামারির মধ্যে ঝুঁকি নিয়ে পরীক্ষায় অংশ নিতে না নেওয়ার কারণ দেখিয়ে তারা রিট করেন।

পরীক্ষার্থীরা বলছেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ পুরোপুরি শেষ হয়নি। যারা পরীক্ষা দেবেন তাদেরও ভ্যাকসিন দেওয়া হয়নি। ৪১তম বিসিএসে আবেদন করেছেন ৪ লাখ ৭৫ হাজার প্রার্থী। পরীক্ষার্থী এবং অভিভাবক মিলিয়ে প্রায় ৭-৮ লাখ মানুষের সমাগম হবে। এতে অনেকেরই করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল না খোলায় পরীক্ষার্থীদের একটি বড় অংশ থাকার জায়গা নিয়ে সমস্যায় পড়বেন। তাই পরীক্ষা পেছানো প্রয়োজন।

গত ১৩ জানুয়ারি ৪১তম বিসিএসের তারিখ ঘোষণা করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।