চলতি সপ্তাহে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২১ সময় সংবাদ ডেস্কঃচলতি সপ্তাহের শুরুতে ঝড়ের পর আবহাওয়া তুলনামূলক ঠান্ডা থাকলেও গত দুদিন ধরে আবারও বাড়তে শুরু করেছে তাপমাত্রা। এরই মধ্যে গড় তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। এদিকে চলতি সপ্তাহে আর বৃষ্টির সম্ভাবনাও নেই বরং ক্রমেই তাপমাত্রার বাড়ার আভাস দিচ্ছে আবহাওয়া অফিস। মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবাহওয়াবিদ মো. বজলুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ সপ্তাহে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা উত্তপ্তই থাকবে। তবে সিলেট অঞ্চলের দিকে হালকা মেঘ দেখা যেতে পারে। তিনি আরও বলেন, সামনে চৈত্র মাস আসছে। সাধারণত এ সময় আবহাওয় একটু উত্তপ্ত থাকবে। আগামী সপ্তাহে দেশের দুয়েক জায়গায় তাপমাত্রা অনেক বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস থেকে বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের তাপমাত্রা আরও বাড়বে। Share this:FacebookX Related posts: সারাদেশে আরও বাড়াবে তাপমাত্রা নতুন আরও ২টি বিশ্ববিদ্যালয় হচ্ছে মার্চেই তাপমাত্রা হবে ৩৮ ডিগ্রি ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা করোনায় আরও ২৩ জনের মৃত্যু, শনাক্ত ১১২৫ এইচএসসি শুরুর তারিখ পেতে আরও দেরি নিত্যপণ্যের দাম বৃদ্ধি ঠেকানোর সুপারিশ সংসদীয় কমিটির মৃত্যু আরও ২৮, শনাক্ত ১৮৪৭ জুনের মধ্যে আসছে আরও ৬ কোটি করোনার টিকা দেশে শৈত্যপ্রবাহ থাকবে আরও দুদিন আরও বাড়তে পারে শীত রাষ্ট্রপতির সাক্ষাতের অপেক্ষায় ৪২ নাগরিক, ইসির বিরুদ্ধে আরও কিছু অভিযোগ SHARES Matched Content জাতীয় বিষয়: আরওচলতি সপ্তাহেতাপমাত্রাপাবেবৃদ্ধি