হালুয়াঘাটে আওয়ামীলীগের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১

এম,এ খালেক হালুয়াঘাটঃময়মনসিংহের হালুয়াঘাটে একুশের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন হালুয়াঘাট উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

রাত ১২টা ১ মিনিটে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে মালঞ্চ প্রদান করেন উপজেলা আওয়ামীলীগের(ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তি যোদ্ধা কবিরুল ইসলাম বেগ,(ভারপ্রাপ্ত)সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র খায়রুল আলম ভূঞা,সাংগঠনিক সম্পাদক মোঃ আওলাদ হোসেন,মোঃ বজলুর রশিদ,ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক চয়ন কুমার সরকারসহ আরও অনেকে।

শ্রদ্ধা জ্ঞাপন করেন হালুয়াঘাট পৌরসভা,ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ, হালুয়াঘাট প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন। মালঞ্চ প্রদান শেষে শহীদদের প্রতি মাগফেরাত কামনায় মোনাজাতের মধ্য দিয়ে দিবস পালনের কর্মসূচি শুরু হয়।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পৌর শহরে স্থাপিত কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের ঢল নামে। শ্রদ্ধার সঙ্গে ভাষা সৈনিকদের স্মরণের মাধ্যমে ফুলে ফুলে ভরে যায় শহীদ মিনার।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা। সকাল ৯টায় আলোচনাসভা ও শহীদদের প্রতি মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।