শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন হালুয়াঘাট প্রেসক্লাব

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১

এম.এ মালেক,হালুয়াঘাটঃ একুশের প্রথম প্রহরে ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলার পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ২১ ফেব্রুয়ারি উপলক্ষে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন হালুয়াঘাট প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরী পরিষদ ও অন্যান্য সদস্যবৃন্দ।

রাত ১২টা ০১ মিনিটে হালুয়াঘাট প্রেসক্লাবের পক্ষ থেকে মালঞ্চ প্রদান করেন সভাপতি মোহাম্মদ শাহ আলম,সাধারণ সম্পাদক জোটন চন্দ্র ঘোষ,যুগ্ম সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম মিশু,সাংগঠনিক সম্পাদক শুভাশীষ সরকার শুভ,দপ্তর সম্পাদক সাইদুর রহমান রাজু,তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক এম,এ খালেক,সম্মানিত সদস্য এম,এ হামিদ,দুলাল রায়,এম,এ মালেক সহ আরো অনেকেই।

মালঞ্চ প্রদান শেষে শহীদদের প্রতি মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।