কিশোরগঞ্জের পৌর নির্বাচনে ৩টিতে নৌকা বিজয়ী

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২১

সময় সংবাদ ডেস্কঃচতুর্থ ধাপে কিশোরগঞ্জ জেলা ৩টি পৌরসভা করিমগঞ্জ, হোসেনপুর ও বাজিতপুর পৌরসভায় নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

করিমগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী মো. মুসলেহ উদ্দিন ৫ হাজার ৫শ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মাসুদ সুমন (ধানের শীষ) কে পরাজিত করেছেন।

কেন্দ্র থেকে পাওয়া ফলাফলে জানা গেছে, মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী মো. মুসলেহ উদ্দিন (নৌকা) পেয়েছেন ১০ হাজার ৮৫০ ভোট। বিএনপি প্রার্থী মো. আব্দুল্লাহ আল মাসুদ সুমন (ধানের শীষ) পেয়েছেন ৫ হাজার ৩৫০ ভোট।

অপরদিকে কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভায় অনুষ্ঠিত নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে বর্তমান মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন ৩ হাজার ১৬১ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী সৈয়দ হোসেন হাছু (নারিকেল গাছ) কে পরাজিত করেছেন।

মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী মো. আব্দুল কাইয়ুম খোকন (নৌকা) পেয়েছেন ৭ হাজার ৬১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী সৈয়দ হোসেন হাছু (নারিকেল গাছ) পেয়েছেন ৪ হাজার ৪৫১ ভোট। অন্যদিকে বিএনপি প্রার্থী সাবেক মেয়র মো. মাহবুবুর রহমান (ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ৬৭ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাওলানা আছাদুজ্জামান (হাতপাখা) পেয়েছেন ৭৮৭ ভোট।

অন্যদিকে কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভায় অনুষ্ঠিত নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে বর্তমান মেয়র মোঃ আনোয়ার হোসেন আশরাফ ১৩ হাজার ৯৩০ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী মোঃ এহেসান কুফিয়া (ধানের শীষ) কে পরাজিত করেছেন।

মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী মোঃ আনোয়ার হোসেন আশরাফ (নৌকা) পেয়েছেন ১৪ হাজার ৬২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী এহেসান কুফিয়া (ধানের শীষ) পেয়েছেন ৬৯৭ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোঃ জমির উদ্দিন (হাতপাখা) পেয়েছেন ২৭৫ ভোট।

নির্বাচনে কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও নির্বাচনের ফলাফলে এর কোন প্রভাব পড়ে নাই।