ধুনটে বর যাত্রীবাহী বাস উল্টে নদীতে, একজনের মরদেহ উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২১ অনলাইন ডেস্ক : বগুড়ার ধুনট উপজেলায় বর যাত্রীবাহী বাস উল্টে নদীতে পড়ে সাধন চন্দ্র (৭০) নামের একজন নিহত হয়েছেন। রোববার রাত ৮ টার দিকে ধুনট উপজেলার রুদ্রবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাধন উপজেলার পীরহাটী গ্রামের গদাই চন্দ্রের ছেলে। এঘটনায় আরও প্রায় ১০জন আহত হয়েছেন। পুলিশ ও গ্রামবাসী জানান, রুদ্রবাড়িয়া গ্রামের পলান কুমারের ছেলে তাপস কুমার রবিবার সন্ধ্যায় বর যাত্রী নিয়ে শেরপুরের ঘাটপার এলাকায় বিয়ে করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তামান্না এন্টার প্রাইজ নামের একটি বাস বাড়ির অদূরে বাও নদীর উপর সেতুতে ওঠার সময় উল্টে নদীতে পড়ে যায়। ওই বাসটিতে প্রায় ৩০/৩৫জন বর যাত্রী ছিলেন। এদিকে বাসটি খাদে পড়ার পর থেকে স্থানীয় লোকজন ও ধুনট ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা সেখানে উদ্ধার অভিযান চালায়। অভিযানকালে সাধন চন্দ্রের মৃতদেহ উদ্ধার করা হয়। সাধন চন্দ্র ওই বিয়েতে বাদ্যকার হিসেবে অংশ নিয়েছিলেন। এছাড়া রাত সাড়ে সাড়ে ৮ টা পর্যন্ত ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ১০জনকে উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিদ্ধু বালা এতথ্য নিশ্চিত করে জানান, রুদ্রবাড়িয়া গ্রামে বর যাত্রীবাহী বাস উল্টে নদীতে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তা নিয়ে সেখানে উদ্ধার অভিযান চালায়। এঘটনায় সাধন চন্দ্র নামের একজন নিহত এবং অন্তত ১০জন আহত হয়েছেন। Share this:FacebookX Related posts: আত্রাইয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু ধুনটে বজ্রপাতে ২ ব্যবসায়ীর মৃত্যু ধুনটে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আলোচনা সভা ধুনটে চাঞ্চল্যকর শিশু ধর্ষণসহ হত্যা মামলার ৪ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি নচোলে যাত্রীবাহী বাস চাপায় এক নারীসহ ৩ জন আহত আত্রাইয়ে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজে বিদেশি রিভলবার ও গুলিসহ যুবক গ্রেফতার বড়াইগ্রামে অসহায়দের মাঝে নগদ অর্থ ও সেনিটাইজার বিতরণ বাড়ি থেকে পালানো কিশোরী ৯৯৯ এ ফোন কলে উদ্ধার নওগাঁ-৬ উপ-নির্বাচনে পাঁচজনের মনোনয়ন জমা ইউনিয়ন পরিষদ থেকে সংসদের পথে আনোয়ার হোসেন হেলাল আত্রাইয়ে গণতন্ত্রের বিজয় দিবস পালন SHARES Matched Content দেশের খবর বিষয়: একজনের মরদেহ উদ্ধারধুনটেনদীতেবরবাস উল্টেযাত্রীবাহী