ধামইরহাট সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২১ সময় সংবাদ ডেস্কঃনওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে অবৈধ পথে চোরাচালানের উদ্দেশ্যে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৬ বাংলাদেশিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার চকিলাম বিওপির অন্তর্গত দূর্গাপুর এলাকার মাঠ হতে তাদের কে আটক করা হয়। আটককৃতরা হলেন- দূর্গাপুর একই এলাকার শুকুর আলী মন্ডলের ছেলে মো. সাদিকুর ইসলাম (৩২), মৃত ফজলুর রহমানের ছেলে মো. শরিফুল ইসলাম (৩৫), মৃত তমিজ উদ্দিনের ছেলে মো. রফিকুল ইসলাম (৩৫), বুদাই মন্ডলের ছেলে মো. আসলামউল ইসলাম (২৭), ইবরাহিম মন্ডলের ছেলে মো. জুয়েল রানা (৩০) ও ফয়েজ উদ্দিনের ছেলে মো.জাহাঙ্গীর আলম (২৭)। শুক্রবার পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)‘র অধিনায়ক লেঃ কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন, পিএসসি,জি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান- ওইদিন দিবাগত রাতে চোরাকারবারীরা অবৈধ চোরাচালানের জন্য ভারতে প্রবেশের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তীতে চকিলাম বিওপির নায়েব সুবেদার মো. জসিম উদ্দিনের নেতৃত্বে সীমান্তে ২৫৬/৩-আর এর পাঁচশত গজ অভ্যন্তরে মাঠের মধ্যে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেন। পরে তাদের কে জিজ্ঞাসাবাদ করলে প্রাথমিক ভাবে তারা অবৈধ পথে ভারতে প্রবেশের কথা স্বীকার করেন এবং তাদের কাছে কোন বৈধ্য কাগজ পত্র ছিলনা। আটকৃকদের ধৃত করে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-১৩, তারিখ ০৫/০২/২১ ইং। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মমিন জানান- আসামিদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে থানায় মামলা হয়েছে এবং মামলার প্রেক্ষিতে তাদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। Share this:FacebookX Related posts: ঝালকাঠিতে ছাত্রলীগের সাবেক সভাপতিসহ আটক-৬ অস্ত্র উদ্ধার শেরপুর সীমান্তে বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আটক ৬ কোরআনে হাফেজকে পিটিয়ে হত্যা আটক ৬ পুলিশ পরিচয়ে ছিনতাই, লাখ টাকাসহ আটক ৬ মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষনের চেষ্টা গৌরীপুরে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে অবহিতকরণ কর্মশালা রংপুরে দেশীয় চোলাই মদ পান করে চারজনের মৃত্যু মাদারীপুরে নতুন আরো ২৯ জনসহ আক্রান্ত ৭৩৮ বাউফলে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাড়ি থেকে পালানো কিশোরী ৯৯৯ এ ফোন কলে উদ্ধার আত্রাইয়ে গণতন্ত্রের বিজয় দিবস পালন SHARES Matched Content দেশের খবর বিষয়: আটক-৬চেষ্টাধামইরহাট সীমান্তে ভারতেপ্রবেশের