মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষনের চেষ্টা

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০

মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের এক গৃহবধূ(২৮) কে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে একই গ্রামের মালেক খান ( ৪০)নামের এক যুবক।

গত বুধবার উপজেলা নির্বাহী অফিসের নিকট লিখিত অভিযোগ দেন গৃহবধূ।উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি ওসি কে দেখার জন্য বলেন। অভিযোগে সূত্রে জানাযায়, গৃহবধূর স্বামী ঢাকায় কাজ করে। দুই সন্তান নিয়ে সে গ্রামের বাড়িতে থাকেন।স্বামী ঢাকায় থাকার সুযোগে মালেক প্রায়ই কু-প্রস্থাব দিয়ে আসছিল।বিষয়টি গৃহবধূ তার স্বামীকে জানালে সে মালেকে তার স্ত্রীর সাথে কথা বলতে ও বাড়িতে যেতে নিষেধ করে। এতে মালেকে আরও ক্ষিপ্ত হয়।

পরে গত ১৫ ডিসেম্বর মঙ্গলবার রাতে জোরপূর্বক ঘরে ঢুকে সঙ্গে থাকা গামছা দিয়ে মুখ বেধে ধর্ষনের চেষ্টা করে। কোন মতে ছাড়া পেয়ে গৃহবধূ ডাক চিৎকার করে। পরে লোকজনের আলাপ পেলে মালেক পালিয়ে যায়।স্থানীয় ইউপি সদস্য জাকির খান মিমাংসা করিয়া দিবে বলে ঘুরাতে থাকলে অভিযোগ করতে দেরি হয়।

ইউপি সদস্য মোঃ জাকির খান বলেন, বিষটি নিয়ে বসার কথা ছিলো। কিন্তু অভিযোগ হয়েছে এখন কী করার।
মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন,,ঘটনাটি তদন্ত করে দেখা হবে।