মেসিকে নিয়ে দি মারিয়ার মন্তব্যে ক্ষুব্ধ বার্সা কোচ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২১ সময় সংবাদ ডেস্কঃলিওনেল মেসির পিএসজিতে যাওয়ার সম্ভাবনা নিয়ে প্রায়ই কথা বলছেন ক্লাবটির কেউ না কেউ। সবশেষ এ নিয়ে আনহেল দি মারিয়ার মন্তব্যের সূত্র ধরে বার্সেলোনা কোচ রোনাল্ড কুমান ক্ষোভ প্রকাশ করে বলেছেন, প্যারিসের দলটির আচরণে সম্মানের ঘাটতি দেখছেন তিনি। চলতি মাসেই চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে পিএসজির মুখোমুখি হবে বার্সেলোনা। এমন সময়ে মেসির ফ্রান্সের দলটিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে হচ্ছে প্রচুর কথা। স্বাভাবিকভাবে দলের অধিনায়ককে নিয়ে পিএসজির এত কথা ভালোভাবে নিচ্ছেন না কুমান। সবশেষ মেসিকে নিয়ে কথা বলেন পিএসজির আর্জেন্টাইন মিডফিল্ডার আনহেল দি মারিয়া। এর আগে মেসির জাতীয় দলের আরেক সতীর্থ ও পিএসজি মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস বলেন, ‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি।’ কোপা দেল রেতে গ্রানাদার বিপক্ষে বার্সেলোনার ডাগআউটে কোচ রোনাল্ড কুমান।কোপা দেল রেতে গ্রানাদার বিপক্ষে বার্সেলোনার ডাগআউটে কোচ রোনাল্ড কুমান।গত নভেম্বরে মেসির সঙ্গে আবারও খেলার ইচ্ছা প্রকাশ করেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোও গত মাসে রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলারকে দলে টানার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেন। তাদের এমন কথাবার্তায় বিরক্ত কুমান। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে বুধবার গ্রানাদাকে ৫-৩ গোলে হারিয়ে কোপা দেল রের সেমি-ফাইনালে ওঠার পর এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বার্সেলোনার কোচ। “মেসি এখনও বার্সেলোনার খেলোয়াড়। এর মাঝে তাকে নিয়ে পিএসজির এত বেশি কথা বলা আমার মনে হয়, প্রতিপক্ষের প্রতি সম্মানের ঘাটতি।” “তারা ম্যাচকে (চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচকে) প্রভাবিত করার চেষ্টা করছে।” চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে আগামী ১৬ ফেব্রুয়ারি কাম্প নউয়ে মুখোমুখি হবে দুই দল। প্যারিসে ফিরতি লেগ হবে আগামী ১০ মার্চ। ২০১৬-১৭ আসরের একই পর্বে প্যারিসে প্রথম লেগে ৪-০ গোলে হারের পর প্রত্যাবর্তনের ইতিহাস গড়ে ঘরের মাঠে ৬-১ গোলে জিতেছিল বার্সেলোনা। জোড়া গোলে কাতালান দলটির জয়ে অবদান রেখেছিলেন নেইমার। মেসির মতো আগামী জুনে দি মারিয়ারও ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে। ফরাসি লিগ ওয়ানে নিজেদের মাঠে বুধবার নিমকে ৩-০ ব্যবধানে হারানো ম্যাচে গোল করার পাশাপাশি সতীর্থের গোলে সহায়তা করেন দি মারিয়া। ম্যাচ শেষে তার কাছে একই সঙ্গে জানতে চাওয়া হয়, পিএসজিতে থেকে যেতে চান কি-না এবং মেসিকে ক্লাব সতীর্থ হিসেবে পেতে চান কি-না। “আমি চাই। আমার মনে হয় এটা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, তবে নিজেকে নিয়ে আমার ধৈর্য ধরতে হবে। দেখি কী হয়।” Share this:FacebookX Related posts: মেসি এভাবে খেললে আমার কোনো অভিযোগ নেই : বার্সা কোচ বার্সা ছাড়ার অনেক বড় প্রস্তাবও পেয়েছি, কখনও যাইনি : মেসি স্টোকসের আশা কি ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস, কোচ বললেন আমিও চেয়েছিলাম বার্সা ছেড়ে চলে যাক মেসি : সাকিব ডোমিঙ্গোসহ টাইগারদের তিন কোচ আসছেন শুক্রবার শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেমিতে বার্সা বিপিএল মাতাতে গেইল এখন ঢাকায় শ্রীলঙ্কা সফরে সাকিবকে চান পাপন চার উইকেটরক্ষকের মধ্যে দুজনকে বেছে নিলেন সৌরভ ভারতকে বড় লক্ষ্য ছুড়ে দিল অস্ট্রেলিয়া উইন্ডিজের সামনে ২৯৮ রানের বিশাল লক্ষ্য আবারো অসুস্থ সৌরভ, হাসপাতালে ভর্তি SHARES Matched Content খেলাধুলা বিষয়: কোচবার্সামন্তব্যে ক্মেসিকে নিয়ে দি মারিয়ারষুব্ধ