বার্সা ছাড়ার অনেক বড় প্রস্তাবও পেয়েছি, কখনও যাইনি : মেসি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০ স্পোর্টস ডেস্ক :নতুন মৌসুমে বার্সেলোনা ছাড়তে চান মেসি- এমন খবর নিশ্চিত হওয়ার পর থেকেই সমালোচকদের একাংশ বলাবলি শুরু করে, টাকার জন্য ক্যারিয়ারের এ সময়ে এসে নিজের ক্যারিয়ারের শুরু থেকে খেলা ক্লাবটি ছাড়তে চাচ্ছেন আর্জেন্টাইন জাদুকর। কেউ কেউ এক ধাপ এগিয়ে পুরো ঘটনাটিকে মেসির বানানো নাটক বলেও মন্তব্য করতে শুরু করেন। তবে বার্সেলোনার সবচেয়ে বড় তারকা সাফ জানিয়েছেন, এমন ইচ্ছা প্রকাশের পেছনে কোনো আর্থিক কারণ ছিল না। কেননা যদি তাই থাকত, তাহলে আরও আগেই ক্লাব ছেড়ে চলে যেতে পারতেন তিনি। কারণ মেসিকে নেয়ার জন্য প্রায় প্রতি মৌসুমেই ইউরোপের বড় বড় ক্লাবগুলো বড় অঙ্কের প্রস্তাব দিয়ে এসেছে। সে কথা জানিয়ে গোল ডট কমকে দেয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন,আমি ক্লাব ত্যাগ করার অনেক সুযোগ পেয়েছিলাম কিন্তু আমার কাছে ক্লাব ছিলো সবার আগে। আমি প্রতিবছরই ক্লাব ছাড়তে পারতাম এবং বার্সেলোনার থেকেও ভালো আয় করতে পারতাম কিন্তু আমি সবসময়ই বলে এসেছি বার্সেলোনাই আমার বাড়ি এবং আমি তাই অনুভব করি।’ তাহলে কেনো চলতি মৌসুমের শুরুতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত? উত্তর দিয়েছেন মেসি নিজেই, এখান (বার্সেলোনা) থেকে ভালো অন্য কোথায় হবে সেটা চিন্তা করা আসলেই অনেক কঠিন। কিন্তু তারপরও যেকোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার রয়েছে। আমার মনে হয়েছে একটা পরিবর্তন দরকার, একটা নতুন লক্ষ্য ঠিক করা দরকার।’ এসময় বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোম্যানের বিষয়ে জিজ্ঞেস করা হলে মেসি বলেন,একটা সময়ে বলেছিলাম, আমরা চ্যাম্পিয়নস লিগের জন্য উপযুক্ত নই। সত্যি বলতে এখন জানি না কী হবে, কারণ এখন নতুন কোচ এবং নতুন আইডিয়া। দেখতে হবে দল কেমন প্রতিক্রিয়া দেখায়। দল আসলেই কি ইউরোপের সর্বোচ্চ প্রতিযোগিতার জন্য উপযুক্ত কি না দেখা যাবে। তবে আমি যা বলতে পারি, তা হলো আমি থাকছি এবং আমি আমার সর্বোচ্চটাই দিবো। Share this:FacebookX Related posts: মেসি এভাবে খেললে আমার কোনো অভিযোগ নেই : বার্সা কোচ আমিও চেয়েছিলাম বার্সা ছেড়ে চলে যাক মেসি : সাকিব পিচিচি ট্রফি জিতলেন মেসি বেতন কাটছে বার্সা, প্রতিদিন যত টাকা হারাচ্ছেন মেসি বার্সার জয়ে গোলহীন মেসি প্রথমবারের মতো বর্ষসেরার তিনে নেই মেসি-রোনলদো এখন আর গোল নিয়ে ভাবি না : মেসি মেসিকে ভোট দিলেন রোনালদো, কিন্তু মেসি দিলেন না আমেরিকাতেই চলে যাচ্ছেন মেসি, কিনেছেন বিলাসবহুল ফ্ল্যাটও শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেমিতে বার্সা মেসিকে নিয়ে দি মারিয়ার মন্তব্যে ক্ষুব্ধ বার্সা কোচ কোহলি ফিরতেই বড় হার ভারতের SHARES Matched Content খেলাধুলা বিষয়: :অনেককখনওছাড়ারপেয়েছিপ্রস্তাবওবড়বার্সামেসিযাইনি