আবারো অসুস্থ সৌরভ, হাসপাতালে ভর্তি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২১ সময় সংবাদ ডেস্কঃআবারো অসুস্থ হয়ে পড়লেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক ও বর্তমানে ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। বুধবার দুপুরে হাসপাতালে ভর্তি হলেন তিনি। জানা গেছে, তিনি আবারো বুকে ব্যথা বোধ করছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত থেকেই বুকে ব্যথা অনুভব করেন বিসিসিআই প্রেসিডেন্ট। বুধবার দুপুরে ব্যথা বাড়লে কোনো ঝুঁকি না নিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল। এর আগে, গত ২ জানুয়ারি শরীরচর্চা করার সময় আচমকাই মাথা ঘুরে পড়ে যান সৌরভ। বুকে যন্ত্রণা অনুভব করেন তিনি। সাথে সাথে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। পরে জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। সেসময় প্রায় এক সপ্তাহ হাসপাতালে ছিলেন তিনি। তার বুকে দু’টি স্টেন্ট বসানো হয়। তার পর ৭ জানুয়ারি সুস্থ হয়ে বাড়ি ফিরে যান তিনি। সেই সময় হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন, ‘জীবন ফিরে পেলাম।’ তারপর ২০ দিনের মতো কাটতে না কাটতেই আবারো অসুস্থ হয়ে পড়লেন তিনি। শুধু হৃদরোগই নয়, সেই সময় ডাক্তারি পরীক্ষায় দেখা যায়, হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী তিনটি ধমনীতে ‘ব্লকেজ’ রয়েছে সৌরভের। প্রথমে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় তার। তার পর ধমনীর ‘ব্লকেজ’ সরাতে বসানো হয় স্টেন্ট। Share this:FacebookX Related posts: এক সপ্তাহে হাসপাতালে ভর্তি অর্ধশতাধিক ডেঙ্গু রোগী চার উইকেটরক্ষকের মধ্যে দুজনকে বেছে নিলেন সৌরভ করোনায় আক্রান্ত হাসানুল হক ইনু, হাসপাতালে ভর্তি হেফাজত আমির বাবুনগরী অসুস্থ, হাসপাতালে ভর্তি হাসপাতালে সাকিব ভারতীয় ক্রিকেট দলকে আইসিসি’র জরিমানা ২০২ দিন পর মাঠে নামা কোহলির প্রতিপক্ষ আজ কে? হাসপাতালে ট্রাম্প নভেম্বরেই টি-টোয়েন্টি দিয়ে ফিরছেন সাকিব ওয়াইড,দিয়েও ধোনির ভয়ে হাত নামিয়ে নিলেন আম্পায়ার! আমি জানতাম, মেসির সঙ্গেও এমন হবে : ম্যারাডোনা যথারীতি সবার আগে অনুশীলনে মুশফিক SHARES Matched Content খেলাধুলা বিষয়: আবারো অসুস্থভর্তিসৌরভহাসপাতালে